header banner

আক্ষেপের সুর তথাগতর গলায়

article banner

এবার কার্যত যেন আক্ষেপের সুর শোনা গেল তথাগতর গলায়। একুশের ভোটে বাংলায় BJP-র বিপর্যয়ের পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে একের পর এক টুইট করে শোরগোল ফেলে দিয়েছিলেন তথাগত রায়। সম্প্রতি এক সাংবাদ মাধ্যমে আক্ষেপ করেন বঙ্গ বিজেপির এই প্রাক্তন সভাপতি। তিনি বলেন, আমি আর বিজেপির নেতা নই, সদস্য মাত্র। BJP নেতার এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের। ওয়াকিবহাল মহলের মতে, কলকাতায় ফিরে বর্ষীয়ান এই বিজেপি নেতা অনেক চেষ্টাও করেছেন দলের গুরুত্বপূর্ণ পদ পেতে। যদিও তাঁর সে আশা পূরণ হয়নি। \

{link}
তথাগত আরও বলেন, 'দিল্লিতে গিয়ে আমার বক্তব্য জানাতে বলা হয়েছিল। কোভিডের জন্য যেতে পারিনি। দলের হেরে যাবার কারণ সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছি। অর মধ্যে ভুল বোঝাবুঝির কোনও বিষয় নেই। যা বলার কেন্দ্রীয় নেতৃত্বকে জানাব'। উল্লেখ্য, ক'দিন আগেই টুইটারে তথাগত রায় লিখেছিলেন, 'যা বলেছিলাম ঠিক তাই। কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল, যাদের খাতিরে বিজেপির বিশ-ত্রিশ বছরের পুরোনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে'।

{ads}

এর আগে তারকাদের প্রার্থী করা নিয়ে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়দের নাম করে নিশানা করেছিলেন তথাগত। যার মূল প্রতিপাদ্য বিষয়, ‘নগরীর নটী’দের টিকিট দেওয়াতেই হার হয়েছে দলের। তথাগতের এই পোস্ট ঘিরে ব্যাপক হইচই হয়। শ্রাবন্তী-পায়েলদের রাজনৈতিক বুদ্ধিমত্তা নেই বলেও সরব হন তথাগত। সেই সঙ্গে মদন মিত্রকে প্লে বয় বলেও বিঁধেন তিনি। তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয় তাঁকে। সেখান থেকে ফিরে আক্ষরিক অর্থেই মুখে কুলুপ এঁটে ফেলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

{link}

তিনি যে ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়ছেন, সেই আক্ষেপ ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, তথাগতকে আর তেমন গুরুত্ব দেবে না বিজেপির ‘ইয়ং ব্রিগেড’। তথাগতের এই মন্তব্য সম্পর্কে বিশদে কিছু বলতে চাননি গৈরিক শিবিরের কোনও নেতা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়াও সংক্ষিপ্ত। তিনি বলেন, উনি ঠিকই বলেছেন।

{ads}
 

BJP Tathagata Roy Delhi Dilip Ghosh Srabanti Payel Politics সংবাদ রাজনীতি তথাগত রায়

Last Updated :