header banner

Bihar News: বিহারে বন্ধ ‘মহিলা রোজগার যোজনা’! ভোটের পরেই ভোলবদল বিজেপি সরকারের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিহারে নির্বাচনের ঠিক আগে শুরু ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ ভোট মিটতেই আবেদন পোর্টাল বন্ধ। ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দিয়ে বিজেপি-জেডিইউ জোট মহিলা ভোট কবজা করলেও, নির্বাচন শেষে ৩১ ডিসেম্বর পোর্টাল লক। আরও ১৯ লক্ষ আবেদন জমা থাকলেও নতুন নোটিফিকেশন বন্ধ। বিরোধীরা এটাকে ‘মোদির নয়া জুমলা’ বলে হুঙ্কার দিচ্ছে।

{link}

কংগ্রেস এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “ভোটের সময় ১০ হাজার টাকা দিয়ে প্রতারণা, জয়ের পর তালা। বিহারের জনতা মোদি-নীতীশকে ক্ষমা করবে না।” সিপিআই(এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “ভোটের আগে ১০ হাজার, পরে বুলডোজার। মহিলাদের রোজগার-আবাস ইস্যু ফিরে এসেছে।”পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “বিজেপি মায়েদের অপমান করেছে। ভোটের মুখে জুমলা ছিল, স্পষ্ট। আমরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো স্থায়ী প্রকল্প চালাই সবার জন্য, দায়বদ্ধতা নিয়ে। বিজেপি-জেডিইউ শুধু ভোটের জন্য চালিয়েছিল, আজ দেশের সামনে প্রকাশিত। এই প্রবঞ্চনা মহিলাদের প্রতি অবমাননা। তৃণমূল সরকারের মডেলই আদর্শ—স্থায়ী সুরক্ষা, না যে নির্বাচনী খেলা।”নীতীশ সরকারের সমবায়মন্ত্রী প্রমোদ কুমার জবাব দেন, “প্রকল্প বন্ধ হয়নি, অভিযোগ ভিত্তিহীন। মহিলা ক্ষমতায়নের জন্য, ভোটের সঙ্গে সম্পর্ক নেই। সব যোজনার সময়সীমা আছে, যেমন পিএম আবাস যোজনা।” নির্বাচন কমিশন অভিযোগে আমল দেয়নি। এখন প্রশ্ন, এটি কি সত্যিকারের সাহায্য না রাজনৈতিক ছল?

{ads}

Bihar Update Mahila Rojgar Yojana Congress BJP Nitish Kumar Bengali News Bihar Government Bengali News সংবাদ ভোট বিহার খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article