header banner

BJP : আবারও কংগ্রেসকে নিশানা বিজেপির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রীকে ন্যায়পত্র (কংগ্রেসের ইস্তাহার) নিয়ে বোঝাবেন বলে দুপাতার একটা চিঠি লিখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তার প্রায় সঙ্গে সঙ্গেই কংগ্রেসকে নিশানা করল বিজেপি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের করা একটি মন্তব্যের ভিডিও প্রকাশ্যে নিয়ে এল মোদি-শাহ-নাড্ডার দল।

{link}

ভিডিওটি ২০০৯ সালের এপ্রিল মাসের। তাতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, সংখ্যালঘুরা, বিশেষত মুসলমান সংখ্যালঘুরা, তাঁরা যদি গরিব হন, তাহলে দেশের সম্পদের ওপর তাঁদের দাবি সর্বাগ্রে। সম্পদের পুনর্বণ্টনের যে পরিকল্পনার কথা জানিয়েছে কংগ্রেস, তার প্রেক্ষিতেই বিজেপির এই সিংহ-বাণ।ভিডিওটি (যার সত্যতা যাচাই করেনি মাধ্যম) শেয়ার করে ট্যুইট-বার্তায় বিজেপি বলেছে, লোকসভা চলাকালীন মনমোহন সিংহ আবারও তুলেছেন তাঁর সেই বক্তব্য বিশেষত দরিদ্র মুসলমানদের নিয়ে, অগ্রাধিকার পাওয়া উচিত, জাতীয় সম্পত্তির ক্ষেত্রে। তিনি বলেছিলেন যে তিনি তাঁর আগের মন্তব্যে অনড়, যে দেশীয় সম্পদের ওপর প্রথম অধিকার থাকা উচিত মুসলমানদের।

{link}


সম্প্রতি কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা বলেছিলেন, আমেরিকার ধাঁচে কোনও ব্যক্তির মৃত্যুর পর তাঁর সম্পত্তির ৪৫ শতাংশ হয়ে যাবে দেশের। বাকিটা তাঁর উত্তরসূরীদের। কংগ্রেস নেতার এহেন মন্তব্যকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্প্রতি এক জনসভায় তিনি অভিযোগ করেছিলেন, মানুষের কষ্টার্জিত অর্থ কেড়ে নিতে চায় কংগ্রেস। সেই অর্থ অনুপ্রবেশকারী ও বড় পরিবারগুলিকে ভাগ করে দিতে চায় তারা। প্রধানমন্ত্রী বলেন, এর অর্থ হল, তারা সম্পদ সংগ্রহ করবে, আর বিলি করবে তাদের যারা অনুপ্রবেশকারী, অনেক ছেলেমেয়ে আছে। আপনি কি চান আপনার কষ্টার্জিত অর্থ অনুপ্রবেশকারীদের বিলি করা হোক আপনি কি এটা মেনে নেবেন  কংগ্রেসের ইস্তাহারে কিন্তু এমনটাই বলা হয়েছে।  

{ads}

    

News BJP PM Modi Congress targeting Congress manifesto Mallikarjun Kharge Muslim Sam Pitroda US Election Election 2024 Politics Politician Vote Voter Lok Sabha Election Minorities

Last Updated :