header banner

Atal Canteen: পাঁচ টাকায় খাবার! রাজ্যের 'মা ক্যান্টিন' -এর অনুসরণে দিল্লিতে চালু অটল ক্যান্টিন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একথা ঠিক যে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের ক্ষেত্রে অন্যান্য অনেক রাজ্য রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেন। এবার দিল্লি খুললো 'অটল ক্যান্টিন'।প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ১০২তম জন্মদিবস। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করল বিজেপি। বৃহস্পতিবার লখনউয়ের বসন্তকুঞ্জে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘রাষ্ট্র প্রেরণা স্থল’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ কেন্দ্রে ৬৫ ফুট উচ্চতার অটলবিহারী বাজপেয়ী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বসানো হয়েছে ‘ভারতমাতা’-র মূর্তিও। রাষ্ট্র প্রেরণা স্থলের অন্যতম আকর্ষণ হল পদ্মফুলের আদলে তৈরি অত্যাধুনিক মিউজিয়াম।

{link}

  দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রয়াত প্রধানমন্ত্রীর সম্মানে চালু করলেন অটল ক্যান্টিন। এদিন দিল্লির ৪৫টি জায়গায় এই ক্যান্টিন চালু হলেও আরও ৫৫টি স্থানে দ্রুত চালু হবে অটল ক্যান্টিন। অর্থাৎ রাজধানী শহরের ১০০টি জায়গায় পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাবে ভাত, ডাল, রুটি, সব্জি, আচার। এদিন এই ক্যান্টিন উদ্বোধন করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষের বেঁচে থাকতে প্রয়োজন হয় মূলত তিনটি বিষয়। ‘রোটি, কাপড়া ঔর মকান’। কাপড় ও বাসস্থান তো দূর, দেশের প্রচুর মানুষ দু’বেলা দু’মুঠো ভাতের ব্যবস্থা করতে গিয়েই হিমশিম খায়। এই কারণেই আমাদের এই উদ্যোগ।”

{ads}

Atal Bihari Bajpayee BJP BJP News Narendra Modi Mamat Banerjee TMC Ma Canteen সংবাদ রাজনীতি অটল ক্যান্টিন কি

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article