শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দিন দিন বাংলাদেশ (Bangladesh) হয়ে উঠছে আফগানিস্তানের (Afghanistan) দ্বিতীয় সংস্কারণ। দেশের উন্নতি, শিক্ষার বিকাশ, গণতন্ত্রের প্রসার, ধৰ্মীয় সহিষ্ণুতার কথা এখন আর ওদের মুখে নেই, আছে শুধুই হিংসার কথা। বিগত কয়েকদিনে বাংলাদেশের একের পর এক কট্টরপন্থী নেতাদের হুঙ্কারে চিন্তিত আন্তর্জাতিক মহলও। এবার বিএনপি (BNP) নেতার মুখে ফের যুদ্ধের জিগির।
{link}
ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার নিদান। ‘প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদকে (Hafizuddin Ahmed)। এই শব্দবন্ধ বুঝিয়ে দিচ্ছে, শুধুই যুদ্ধের উন্মাদনায় নেমেছে বিএনপি। এর আগে চার ঘণ্টায় কলকাতায় (Kolkata) দখলের ডাক দিতে দেখা গিয়েছিল সে দেশের প্রাক্তন সেনা কর্তাকে।
{link}
তারপর তো বাকিটা কার্যত ইতিহাস। সোশ্যাল মিডিয়ায় হাসির বন্যা। হাসির খোরাক হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ওই প্রাক্তন সেনা কর্তা। এবার যুদ্ধের জন্য সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন বিএনপি নেতা। আসলে এর পিছনে আছে পাকিস্তানপন্থী ধৰ্মীয় মৌলবাদীদের উস্কানি। ওরা কিছুতেই বুঝতে পারছে না যে এই ধর্মের উন্মাদনা মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়।
{ads}