header banner

Donald Trump : আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ট্রাম্প (Donald Trump) প্রশাসনের অন্যতম লক্ষ্য অধিবাসন বন্ধ করে। বিশ্বের বহু দেশের মানুষ অস্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছিলেন, তাদের তিনি জোর করেই তাদের দেশের পাঠিয়ে দিয়েছেন - যার মধ্যে ভারতও আছে। তবে আমেরিকা (America) ভ্রমণে ভারতের উপর কোনো নিষেধাজ্ঞা নেই আছে পাকিস্তান, নেপাল সহ ৪১টি দেশের উপর। এতে ২৬টি দেশের নাম রয়েছে যাদের উপরে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেই দেশগুলির মধ্যেই রয়েছে, পাকিস্তান, ভুটান, মায়ানমারের নাম।

{link}

অন্যদিকে আরও পাঁচটি দেশের নাম রয়েছে, যাদের উপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে। এই দেশগুলি হল ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার এবং দক্ষিণ সুদান। এরই সঙ্গে দশটি দেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়ার মতো দেশ রয়েছে এই তালিকায়। ২১ মার্চের পর এই তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে। আইনি অনুপ্রবেশ রুখতে মরিয়া হয়েই এমন পদক্ষেপ করছে হোয়াইট হাউস। জানা যাচ্ছে, তালিকায় আর যে দেশগুলি রয়েছে তার মধ্যে অন্যতম আমেরিকার প্রধান শত্রুদের অন্যতম উত্তর কোরিয়া (North Korea)। এছাড়াও সিরিয়া, কিউবা, ইরান, তুর্কমেনিস্তান, বেলারুশের মতো দেশও রয়েছে সেই তালিকায়। রয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নামও। সবশুদ্ধ সাতটি মুসলিম দেশও ঠাঁই পেয়েছে তালিকায়। তবে এই তালিকা এখনই চূড়ান্ত নয়। তৈরি হয়েছে খসড়া।

{link}

এতে ২৬টি দেশের নাম রয়েছে যাদের উপরে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সেই দেশগুলির মধ্যেই রয়েছে, পাকিস্তান, ভুটান, মায়ানমারের নাম। অন্যদিকে আরও পাঁচটি দেশের নাম রয়েছে, যাদের উপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে। এই দেশগুলি হল ইরিত্রিয়া, হাইতি, লাওস, মায়ানমার এবং দক্ষিণ সুদান। এরই সঙ্গে দশটি দেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়ার মতো দেশ রয়েছে এই তালিকায়। ২১ মার্চের পর এই তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে। এর ফলে ধাক্কা খেতে চলেছে বিশ্বের বহু দেশের অর্থনীতি। এমনকি কিছু ক্ষতি হবে আমেরিকারও।

{ads}

 

News Breaking news North Korea America Donald Trump সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article