header banner

Bangladesh: অসুরের মুখে দাড়ি কেন! সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে তদন্ত শুরু ইউনুস প্রশাসনের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে কমবেশি শান্তিতেই পুজো শেষ হয়েছে। তেমন কোনো অশান্তির খবর নেই। সেই পরিস্থিতিতে হঠাৎ খবরে প্রকাশ অসুরের দাড়ি তত্ত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৭৯৩টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর তথ্য পাওয়া গিয়েছে। প্রতিটি ঘটনার বিষয়ে পুলিশ জিডি করেছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, গতবারের মতো এবারও দুর্গাপুজো শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণেই কোনও অশান্তি ঘটেনি। কিন্তু অসুরের দাড়ি লাগানোকে সম্প্রদায়িক উস্কানি বলেই মনে করছে ওই দেশের সংখ্যাগুরু সম্প্রদায়।

{link}

বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপগুলিতে অসুরের মুখে দাড়ি সংযোজন ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী রবিবার জানিয়েছেন, দেশের প্রায় আটশো মণ্ডপে এমন ঘটনা ঘটেছে এবং এর পেছনে ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবী’ ও তাদের দোসরদের ইন্ধন রয়েছে বলে প্রশাসনের ধারণা। এদিন ঢাকায় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই গোষ্ঠী ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে দেশে সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় সেই চক্রান্ত সফল হয়নি।

{ads}

Bangladesh News Durga Puja Durga Puja 2025 Bengali News বাংলাদেশ দুর্গাপুজো বাংলাদেশ দুর্গাপুজো

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article