header banner

Bangladesh-Pakistan : আবার কি বাংলাদেশ ও পাকিস্তানের আতাত হতে চলেছে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবার কি বাংলাদেশ ও পাকিস্তানের আতাত হতে চলেছে? এই মুহূর্তে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহলে। শেখ হাসিনা (Sheikh Hasina) কিছুটা ভারত বন্ধু হওয়ায় পাকিস্তানের সঙ্গে আওয়ামীলীগ সরকারের সম্পর্ক মোটেই ভালো ছিল না। কিন্তু নতুন সরকার কি আবার পাকিস্তানের ঘনিষ্ঠ হতে চলেছে? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৭ অগস্ট), প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার, সৈয়দ আহমেদ মারুফ।

{link}

বাংলাদেশের (Bangladesh) রাষ্ট্রীয় অতিথি ভবন, ‘যমুনা’য় হওয়া এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার উপর জোর দেন পাক হাইকমিশনার। এর ফলে ভারত বাংলাদেশ সরকারের (India Bangladesh Govt) মধ্যে সম্পর্কের কিছুটা যে চির ধরবে তাতে সন্দেহ নেই। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান (Pakistan) বাংলাদেশের সঙ্গে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চায়।

{link}

ইসলামাবাদ (Islamabad) চাইছে ভারতের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে একটা বহুপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে। সূত্রের খবর, ইউনুস বলেন, “পারস্পরিক স্বার্থেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে।” প্রসঙ্গত, বহুপক্ষীয় প্ল্যাটফর্মগুলিতে ভারতের আক্রমণের মুখে এতদিন চিনকে (china) পাশে পেয়েছে ইসলামাবাদ। তবে, শেখ হাসিনার বাংলাদেশ সন্ত্রাসবাদ থেকে শুরু করে কাশ্মীর সমস্যার মতো বিষয়ে কখনই পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। এবার নতুন সরকার এই বিষয়ে কোন ভূমিকা নেবে সেই দিকে লক্ষ রেখেছে ভারত।

{ads}

News Breaking News International community Sheikh Hasina India-Pakistan Bangladesh India Bangladesh Govt Bangladesh-Pakistan Islamabad International News china সংবাদ

Last Updated :