header banner

Muhammad Yunus : ভারতের ধাক্কা সামলে জাপানের দ্বারে বাংলাদেশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে ভারত বন্ধু জাপানের (Japan) সঙ্গে নতুন বাণিজ্য সম্পর্কে গড়ে তুলতে চাইছে বাংলাদেশ (Bangladesh)। বুধবার জাপানের স্থানীয় সময় দুপুর ২টো ৫ মিনিটে টোকিওতে পৌঁছন ইউনুস (Muhammad Yunus)। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ দাউদ আলি। এই সফরে ইউনুস নিক্কেই ফোরামের ‘ফিউচার অফ এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন।

{link}

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার (Shigeru Ishiba) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। আগামী ৩১ মে ইউনুসের দেশে ফেরার কথা রয়েছে। তাঁর এই সফরে ৫টি সমঝোতা স্মারক-সহ একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। টোকিও কাছে বড় অঙ্কের আর্থিক সাহায্যও চাওয়া হয়েছে। ব্যবসায় ভারতের থেকে বড়সড় ধাক্কা খেয়ে এখন বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা মজবুত চেষ্টা করছেন ইউনুস। ‘ভারতবন্ধু’ জাপানকেও কাছে টানার চেষ্টা করছেন তিনি।

{link}

গতকাল মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে জাপান-বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ঢাকা থেকে জনশক্তি রপ্তানির বিষয়েও কথা বলবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের লক্ষ্য এক লক্ষ্য নাগরিককে জাপানে পাঠানো। বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলাদা করে সেমিনারও করবেন প্রধান উপদেষ্টা।

{ads}

News Breaking News Bangladesh Muhammad Yunus Japan সংবাদ

Last Updated :