header banner

Bangladesh : পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন মোতায়েন বাংলাদেশের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইউনুস (Muhammad Yunus) সরকার যে পাকিস্তানের মৌলবাদীদের হাতের পুতুলের পরিনত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তার মন্ত্রীসভার মন্ত্রীরা একে একে ভারতকে প্রায় ধমক দেওয়া শুরু করেছে। এই পরিস্থিতিতেই খবর, পশ্চিমবঙ্গ (West Bengal) সীমান্তে  তুরস্কে তৈরি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ (Bangladesh)। এমন খবর পেতেই ভারতের তরফে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।

{link}

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ভারতে-বাংলাদেশ সীমান্তের কাছে মানবহীন বিমান যান (UAVs) বায়রাক্টার টিবি ২ মোতায়েন হওয়ার একটি রিপোর্ট পায়। জানা যায়, এই ড্রোনগুলি পরিচালনা করছে বাংলাদেশের ৬৭ তম সেনাবাহিনী । মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির জন্য এই ড্রোনগুলিকে ব্যবহার করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। কিন্তু এই বিষয়ে বাংলাদেশের দাবি, এই ড্রোনটি প্রতিরক্ষার খাতিরেই মোতায়েন করা হয়েছে। কিন্তু ভারত মনে করছে, এই মুহূর্তে সাবধান হওয়া দরকার।

{link}

বাংলাদেশকে গোপনে চিন ও পাকিস্তান কতটা সাহায্য করছে সেই তথ্য বিস্তারিত ভারতের কাছে নেই। তবে সীমান্ত এলাকায় এত উন্নত প্রযুক্তির ড্রোন মোতায়েনের ব্যাপারটি মোটেও হালকা ভাবে নিচ্ছে না ভারত। সূত্রের খবর, হাসিনার শাসনকালে যে চরমপন্থী সংগঠনগুলিকে দমন করা হয়ছিল তারাই এখন ভারতীয় সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলিতে পুনরায় নিজেদের শক্তি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে জেলবন্দি সমস্ত সন্ত্রাসবাদীদের মুক্ত করে দিয়েছে। তাই তাদের মাধ্যমে হঠাৎ চোরাগোপ্তা আক্রমন করতেই পারে। তাই সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত।

{ads}

News Breaking News Muhammad Yunus Bangladesh সংবাদ

Last Updated :