header banner

Bangladesh : দ্বিতীয় আফগানিস্তান হতে চলেছে বাংলাদেশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইসলামিক মৌলবাদীর আদর্শ নিদর্শন ছিল আফগানিস্তান (Afghanistan)। আর সেই পথেই এবার এগিয়ে চলেছে নয়া বাংলাদেশ (Bangladesh)। মহিলাদের উপরে ফতেয়া জারি হয়েছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় (Gopalganj District) গহরডাঙ্গা এলাকায়। এই গোপালগঞ্জে শেখ হাসিনার (Sheikh Hasina) বাড়ি।

{link}

শেখ মুজিবর রহমানের বাড়ি, যিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। ফতোয়া জারি করে বলা হলো, এখন থেকে মহিলারা বাজারে যেতে পারবে না। যা কেনা কাটা করার তা করতে হবে বাড়ির পুরুষদের। আজ, বৃহস্পতিবার থেকে মহিলাদের বাজারে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কট্টরপন্থীদের এই ফতেয়াকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশের গোপালগঞ্জে।

{link}

গোপালগঞ্জ থেকে শুরু হলো এই ফতোয়া জারি। এবার ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশ। হয়তো এরপরে বোরখা চালু ও তারপরে মহিলাদের স্কুল কলেজ যাওয়া নিষেধ করা হয়ে। একটা দেশ যখন মৌলবাদীদের হাতে চলে যায়, তখন সেই দেশের পরিনাম ঠিক এমনই হয়।

{ads}

News Breaking News Afghanistan Bangladesh Gopalganj District সংবাদ

Last Updated :