শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ট্রাম্প বা কমলা - যেই জিতুক তাতে বাংলাদেশের (Bangladesh) কি আসে যায়? এই প্রশ্ন স্বাভাবিক। কিন্তু এখানে কয়েকটা বিষয় সামনে আসছে। প্রথম, সারা বিশ্বের পিছিয়ে থাকা দেশের উপর দাদাগিরি করা আমেরিকার স্বভাব। দ্বিতীয়, শেখ হাসিনা (Sheikh Hasina) গদিচ্যুত হয়ে বলেছিলেন, তার পতনের পিছনে আমেরিকার অর্থাৎ জো বাইডেনের (Joe Biden) হাত আছে। তৃতীয়, তার মানে বাইডেন হাসিনা বিরোধী।
{link}
অংক বলছে বাইডেন যেহেতু হাসিনা বিরোধী তাই ট্রাম্প ইউনুস (Muhammad Yunus) বিরোধী হবে। এছাড়াও আছে একাধিক অন্য কারণ। যদিও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শফিকুল আলমের মতে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলের পদস্থ নেতাদের সঙ্গেই ড. মহম্মদ ইউনুসের সম্পর্ক ভাল। তাই, এই নির্বাচনের ফলাফলের কোনও প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। কিন্তু আন্তর্জাতিক মহল তা মনে করে না। নির্বাচনী প্রচারে হিন্দু সমর্থন পাওয়ার জন্য ট্রাম্প একাধিকবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ও লিখেছেন, "আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর হিংসার তীব্র নিন্দা জানাই।
{link}
তাদের আক্রমণ করেছে উন্মত্ত জনতা, লুঠপাট করেছে। সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমি ক্ষমতায় থাকলে এটা ঘটত না। কমলা (কমলা হ্যারিল) এবং জো (জো বাইডেন) সারা বিশ্বের এবং আমেরিকার হিন্দুদের উপেক্ষা করেছে। ইসরায়েল থেকে ইউক্রেন, এমনকি আমাদের দক্ষিণ সীমান্তেও বিপর্যয় নেমে এসেছে। কিন্তু, আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব!” ফলে ট্রাম্প জিতলে যথেষ্ট চিন্তার বিষয় আছে বাংলাদেশের পক্ষে।
{ads}