header banner

Bangladesh : বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের সঙ্গে নাকি যুদ্ধ করবে বাংলাদেশ (Bangladesh) - এমন খবর ছড়িয়েছিল বাংলাদেশের কিছু মোড়ল। এখন দেখা গেলো ভারত তো দূরের কথা আদানির কাছেই ক্রমাগত হাত পেতে চলেছে বাংলাদেশ। বিদ্যুতের জন্য আদানি গোষ্ঠীর (ADANI GOSTHI) কাছে যতটা ধার ছিল, তা বাংলাদেশ কিছুটা কমিয়ে আনতে পেরেছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হল।

{link}

ওই প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে বাংলাদেশকে এখনও ৯০০ মিলিয়ন ডলারের মতো ধার শোধ করতে হবে। আর সেই বকেয়া অর্থ তাঁরা আদায় করতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন আদানির আধিকারিক। আদানি পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ ঝা বলেছেন যে 'আমরা এখন বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করছি। প্রতি মাসে যে বিল হচ্ছে, তার থেকে বেশি পরিমাণে টাকা পাচ্ছি।' আদানি পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার আশাপ্রকাশ করেছেন, যে বকেয়া আছে, তা ধীরে-ধীরে কমিয়ে ফেলা হবে। ওই প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের অন্যতম শীর্ষকর্তা বলেছেন, 'আমরা আশাবাদী যে শুধু সংশ্লিষ্ট মাসের বিলের সমান টাকা দেওয়া হবে না।

{link}

বরং পুরনো যে বকেয়া আছে, সেটাও পরিশোধ করে দেওয়া হবে।' রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আদানি পাওয়ারের তরফে জানানো হয়েছে যে বাংলাদেশকে যে দু'বিলিয়ন ডলারের মতো বিল মেটাতে হত, তার প্রায় ১.২ বিলিয়ন ডলার মিটিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্কটা নেহাত কম না হলেও আদানি পাওয়ার আশা করছে যে বাংলাদেশ ধার শোধ করে দিতে পারবে। এমনিতে একটা সময় বিদ্যুৎ বাবদ বাংলাদেশের থেকে এত টাকা বকেয়া ছিল আদানি গোষ্ঠীর যে জোগান কমিয়ে দিয়েছিল ভারতীয় সংস্থা। তার জেরে বাংলাদেশে প্রবল আতঙ্ক তৈরি হয়েছিল যে গ্রীষ্মকালেও বিদ্যুৎ ছাড়া না কাটাতে হয়। পরে অবশ্য জট কিছুটা কেটেছে। আদানি পাওয়ারও ঝাড়খণ্ডের গন্ডা কেন্দ্র থেকে পুরো মাত্রায় বিদ্যুৎ পাঠাচ্ছে বাংলাদেশে।

{ads}

News Breaking News Bangladesh ADANI GOSTHI সংবাদ

Last Updated :