header banner

Muhammad Yunus : চিন ছেড়ে জাপানের দিকে বাংলাদেশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চিন ও জাপানের শত্রুতার কথা  বিশ্ববাসী জানেন। বাংলাদেশ (Bangladesh) প্রথমে চিনের হাত ধরতে গিয়ে কিছুটা ব্যর্থ হয়ে এবার জাপানের (Japan) হাত ধরেছে। চার দিনের সফরে চিনের এই শত্রু দেশ জাপানে গিয়েছিলেন ইউনূস (Muhammad Yunus)। যোগ দিয়েছিলেন নিক্কেই সম্মেলনে। দ্বিপাক্ষিক বৈঠক করেছেন সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে।

{link}

কিন্তু কূটনৈতিক পর্যায়ে বৈঠক, সফর এই সবই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বিষয়টা হল, সফর সেরে হাতে কী এল? এই নিয়ে সমাজমাধ্যমেই বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি জানান, ‘জাপান বাজেট সাপোর্ট হিসাবে বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলারের অধিক দিতে চলেছে। এই টাকার বেশির ভাগটাই খরচ হবে বাংলাদেশের রেল উন্নয়নের কাজে। এছাড়াও, এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য ৪০০ মিলিয়ন ডলার প্রদান করবে তারা।’ বাংলাদেশের ১৬৫ কিলোমিটার দীর্ঘ রেললাইন সম্প্রসারণ প্রকল্প, যা জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত চলছে। সেই প্রকল্পেও ৬৪১ মিলিয়ন মার্কিন ডলার ঢালার কথা জানিয়েছে জাপান।

{link}

২০২১ সালে হাসিনার সময়কালে চিন এই প্রকল্পে অর্থ সাহায্য করার কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে তারা মুখ ফিরিয়ে নেয়। এরপর জাপানের কাছে দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ। সেই ভিত্তিতে বাংলাদেশে এসে জরিপের কাজে নেমে পড়েছিল জাপানি কর্মকর্তারা। এবার অবশেষে সেই প্রকল্পে টাকা ঢালতে চলেছে তারা। এদিন বাংলাদেশের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের কর্মকর্তাদের বৈঠক অনেকটাই সৌহার্দ্যপূর্ণ হয়েছে। দুই দেশের বন্ধুত্ব মজবুত হয়েছে এই সফরের মধ্যে দিয়ে।

{ads}

 

News Breaking News Bangladesh Muhammad Yunus সংবাদ

Last Updated :