শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কোনো কাজে বা বেড়াতে নেপালে (Nepal) গিয়েছেন বহু বাঙালি। এই মুহূর্তে নেপালের অবস্থা খুবই আরাজক। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের জন্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ। আটকে পড়া পর্যটকদের (Tourists) সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকরা মোবাইল নম্বর ৯১৪৭৮৮৯০৭৮-এ ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন।
{link}
পাশাপাশি রাখা হয়েছে একটি ল্যান্ডলাইন নম্বরও – ০৩৫৪-২২৫২০৫৭। যাঁরা নেপাল থেকে দেশে ফিরতে চাইছেন, তাঁদের পশুপতি চেকপোস্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ আগে থেকেই ছিল। সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬ ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করায় বিক্ষোভ তীব্র হয়। ক্ষুব্ধ তরুণ প্রজন্ম রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে (Kathmandu) কারফিউ জারি হয়। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়, সেনাও নামানো হয়।
{link}
শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ২২ বিক্ষোভকারীর, আহত হয়েছেন ২৫০ জনের বেশি। এই অশান্ত পরিবেশে নেপালে আটকে পড়া ভারতীয় পর্যটকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল, যিনি খেলতে গিয়ে নেপালে আটকা পড়েছেন, ভারতীয় দূতাবাসের কাছে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন। ভারতীয় বিদেশমন্ত্রক ইতিমধ্যেই নেপালে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
{ads}