শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : GST -র ক্ষেত্রে আমূল পরিবর্তন আনছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এতে বিশেষ উপকার পাবে সাধারণ মানুষ থেকেই ব্যবসায়ীরা। এবার থেকে জিএসটি(GST)-র মাত্র দুটি স্ল্যাব থাকবে। একটি প্রথমটি ৫ শতাংশ এবং দ্বিতীয়টি ১৮ শতাংশ। ১২ ও ২৮ শতাংশের কোনও স্ল্যাব থাকছে না। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন স্ল্যাব। এর ফলে এই সিদ্ধান্তে স্বাস্থ্য ক্ষেত্র থেকে শুরু করে ছোট ব্যবসা, পোশাক, ওষুধ ফার্মাসিউটিক্যাল ও ইন্সুরেন্স বা বিমা ক্ষেত্র বিশেষভাবে উপকৃত হবে।
{link}
অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমনের নেতৃত্বে বৈঠক হল বুধবার। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে জিএসটি-র মাত্র দুটি স্ল্যাবই প্রযোজ্য হবে। পাশাপাশি একটি বিশেষ স্ল্যাবও থাকবে, সেটি ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
{link}
সীতারামন জানিয়েছেন, কৃষক এবং কৃষিজাত পণ্যের উপর যে ১২ শতাংশ জিএসটি ধার্য ছিল, তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া মার্বেল, চামড়া ইত্যাদির উপরও জিএসটি-র হার কমানো হয়েছে। সিমেন্টের উপর ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি হবে। স্বাস্থ্য সরঞ্জাম এবং কিছু ওষুধের উপর জিএসটি আরোপ করা হবে না বলেও জানানো হয়েছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
{ads}