header banner

Bihar: প্রকাশ্যে যাদব পরিবারের কোন্দল! বাবা-মায়ের উপর নির্যাতন হচ্ছে, রোহিনীর অভিযোগ স্বরাষ্ট্রেমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিহারের যাদব পরিবারের কোন্দল অনেক আগেই শুরু হয়েছে। পরিবার ভেঙেছে। ভেঙেছে দল। এবার আরও ভয়ঙ্কর অভিযোগ। বোন রোহিণী যাদবের পাশে দাঁড়িয়ে নাম না করে আগেই ভাই তেজস্বী যাদবকে আক্রমণ করেছিলেন তেজপ্রতাপ। এবার তাঁর অভিযোগ, তাঁর বাবা লালুপ্রসাদ যাদব ও মা রাবড়িদেবীর উপর অত্যাচার করা হচ্ছে। শারীরিক নির্যাতনও হয়তো করা হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ও বিহারের নীতিশ সরকারের হস্তক্ষেপ দাবি করলেন। আরজেডি থেকে বহিষ্কৃত হওয়ার পর তেজপ্রতাপ নিজেই রাজনৈতিক দল খুলেছেন। মোহিনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জিততে পারেননি। খুব খারাপ ফলাফল করেছে তেজস্বীর নেতৃত্বাধীন আরজেডি। নির্বাচনে ভরাডুবির পরই যাদব পরিবারের কোন্দল প্রকাশ্যে চলে আসে। লালু-কন্যা রোহিণী আগেই দাবি করেছিলেন তাঁকে হেনস্থা করা হয়েছে। এমনকী জুতো তোলাও হয়েছিল মারার জন্য। নাম না করলেও তাঁর নিশানায় যে তেজস্বী ছিলেন তা বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এরপর বোনের পাশে দাঁড়ান তেজপ্রতাপ।

{link} 

  ওখানেই শেষ নয়, জল আরও বহুদূর গেছে। এদিন তেজপ্রতাপ জানান, এই সঙ্কটের জন্য দায়ি 'জয়চন্দ'। এই শব্দটিকে বিশ্বাসঘাতকের প্রতীকী বলে মনে করা হচ্ছে। তেজপ্রতাপ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'লালুপ্রসাদ ও আমার মা-কে জয়চন্দকে মানসিক ও শারীরিক চাপে ফেলার চেষ্টা করছে। যদি এর মধ্যে সামান্যতম সত্যতাও থাকে, তবে তা কেবল পরিবারের উপর আক্রমণ নয়, আরজেডির উপর। কোনও পরিস্থিতিতেই তার বোনের প্রতি কোনও অসম্মান সহ্য করবেন না।' তেজপ্রতাপের সরকারের কাছে অনুরোধ অবিলম্বে যেন, সঞ্জয় যাদব, রমিজ নেমাত খান এবং প্রীতম যাদবের মতো ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহর কাছে আবেদনও জানান তিনি। 

{ads}

Bihar News Lalu Prasad Yadav Tesajswi Yadav RJD Tej Pratap Yadav Bihar Election News Bihar News Update সংবাদ বিহার খবর লালুপ্রসাদ যাদব

Last Updated :

Related Article

Latest Article