header banner

Electric Jeep: বিহারের বিশ্বকর্মা! ১৮ দিনে ‘দেশ টেসলা’ বানিয়ে চমক যুবকের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মাত্র ১৮ দিনের মধ্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক জিপ বানিয়ে তাক লাগালেন বিহারের পুর্নিয়ার বাসিন্দা এক যুবক। ওই জিপে একসঙ্গে পাঁচজনের বসার ব্যবস্থা রয়েছে। দাম মাত্র ১ লক্ষ টাকা। এমনকী একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে ‘দেশি টেসলা’। বিহারের ‘বিশ্বকর্মা’ ওই যুবককে কুর্নিশ জানাচ্ছে সকলেই। দেশি প্রযুক্তিতে সস্তায় চার চাকা গাড়ি বানিয়ে চমকে দেওয়া যুবকের নাম মুর্শিদ আলম। ইঞ্জিনিয়ারিংয়ের প্রথাগত ডিগ্রি নেই তাঁর। তবে কিনা পেশায় গ্যারেজ মেকানিক। তিনি খেয়াল করেন, গ্রামের কৃষকদের গাড়ির প্রয়োজন রয়েছে কিন্তু আর্থিক কারণে ডিজেল-পেট্রলের গাড়ি কেনা সম্ভব হয় না তাঁদের পক্ষে। এই ভাবনা থেকেই সস্তায় শক্তপোক্ত গাড়ি বানানো শুরু করেন মুর্শিদ। মাত্র আঠারো দিনে সেই কাজ সম্পূর্ণ করেন।

{link}

  এই গাড়িতে রয়েছে টিউবলেস টায়ার-সহ চারটি চাকা। একটি স্পিডোমিটার, পাওয়ার স্টিয়ারিং এবং একটি চার্জিং পয়েন্ট। ফসল, সার এবং অন্যান্য পণ্য বহনের জন্য একটি অতিরিক্ত ট্রলিও সংযুক্ত করা যায় চাইলে। যা প্রয়োজন হয় কৃষকদের। মুর্শিদ জানিয়েছেন, পাঁচ ঘণ্টা লাগে সম্পূর্ণ চার্জ হতে। তাতেই তাঁর তৈরি জিপ ছুটতে পারে ১০০ কিলোমিটার অবধি। উল্লেখ্য, মুর্শিদ ‘দেশি টেসলা’ এমন সময় তৈরি করলেন, যখন ভারত ধীরে ধীরে ডিজেল এবং পেট্রোল থেকে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির দিকে এগোচ্ছে।

{ads}

Electric Car Bengali News Engineering Auto News Car Bihar Bihar News বৈদ্যুতিক গাড়ি ইলেকট্রিক জিপ গাড়ি চারচাকা গাড়ি খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article