header banner

নরেন্দ্র মোদী ডঃ মহম্মদ মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ও স্বাক্ষরিত হওয়ার কথা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মহম্মদ মুইজ্জুর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক তথা আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট নানাবিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

{link}

বৈঠকের আগে মালদ্বীপের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। তিনি রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রী মুইজ্জু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।  ডাঃ মুইজ্জু, আগামীকাল আগ্রা ও মুম্বাই এবং বুধবার বেঙ্গালুরু সফর করবেন।

{link}

ড. মুইজ্জু,পাঁচ দিনের ভারত সফরে গতকাল নতুন দিল্লী পৌঁছান। ভারত মহাসাগর অঞ্চলে মালদ্বীপ ভারতের প্রধান সামুদ্রিক প্রতিবেশী এবং প্রধানমন্ত্রীর সাগর দর্শন ও ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে মালদ্বীপের বিশেষ স্থান রয়েছে।

{ads}

news breaking news prime minister India Maldives সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article