header banner

Jair Bolsonaro : ২৭ বছরের কারাদণ্ড বলসোনারোর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দোষী সাব্যস্ত হয়েছিলেন আগেই, এবার সাজা ঘোষণা হল ব্রাজিলের (Brazil) প্রাক্তন প্রেসিডেন্ট জাইল বলসোনারোর (Jair Bolsonaro)। ২০২২ সালে নির্বাচনে হেরে প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অপরাধে বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট।

{link}

আদালতের রায় সামনে আসার পর মনখারাপ তাঁর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। জানালেন, ”অত্যন্ত ভালো মানুষ ছিলেন বলসোনারো। তাঁর এহেন শাস্তিতে আমি সত্যিই বিস্মিত হয়েছি।” বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২২ সালে নির্বাচনে হেরে যাওয়ার পর নতুন সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেন তিনি।জনগণের রায় বদলে দিলে এবং বামপন্থী সিলভার সরকার ফেলতে ব্রাজিলে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়। সেই নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারো। তাঁর বিরুদ্ধে যে ৫টি অভিযোগ উঠেছিল সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি।

{link}

এই অবস্থায় গত বৃহস্পতিবার ব্রাজিল সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ বলসোনারোকে সাজা শোনায় যেখানে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টকে। শুধু তিনি নন, বলসোনারোর মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী, সামরিক প্রধান-সহ ৭ জনের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত করা হয়েছে সকলকেই।

{ads}

 

News Breaking News Jair Bolsonaro Brazil Donald Trump সংবাদ

Last Updated :