header banner

Delhi Blast: রাজধানীতে ফের ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক! নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ফের দিল্লিতে বোমাতঙ্ক। বার বার দিল্লিকে টার্গেট করা হচ্ছে। এবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট-সহ একাধিক আদালতে এল বোমা হামলার হুমকি। ঐতিহাসিক লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণকাণ্ডে মূল ষড়যন্ত্রকারী উমর-উন নবির অন্যতম সহযোগী জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশকে শনিবার গ্রেফতার করেছে এনআইএ। মঙ্গলবারই তাকে নগর দায়রা আদালতের প্রধান বিচারকের সামনে পেশ করা হবে। তার আগেই বোমা হামলার হুমকিতে শোরগোল পড়ে গিয়েছে দিল্লিজুড়ে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, কোনও আদালতে বিস্ফোরক মেলেনি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লির তিস হাজারি এবং সাকেত আদালতে একটি ইমেলে বোমা হামলার হুমকি পাঠানো হয়। শুধু তাই নয়, পাতিয়ালা, রোহিনী, দ্বারকা কোর্টেও বোমা-হুমকি এসেছে বলে খবর। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। রাতারাতি খালি করে দেওয়া হয় সাকেত আদালত, পাতিয়ালা আদালত, তিস হাজারি কোর্ট। সমস্ত আইনজীবী থেকে শুরু করে সেই সময় আদালতে থাকা সমস্ত মানুষকে দ্রুত বের করে দেওয়া হয়। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় শুনানিও।

{link}

হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের বিশাল দল ও বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। সাকেত বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল বাসোয়া জানিয়েছেন, দুই ঘন্টার জন্য আদালতের কাজ স্থগিত রাখা হয়েছে। নয়া দিল্লি বার অ্যাসোসিয়েশনের সচিব অ্যাডভোকেট তরুণ রানাও জানান, জেলা আদালত কমপ্লেক্সে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে বোমা হামলার হুমকি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। 

{ads}

Delhi Blast Case Delhi News Terror Attack Bengali News Indian Army Delhi Blast Update দিল্লি বোমাতঙ্ক সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article