header banner

India-Brazil : মোদীকে ফোন ব্রাজিল প্রেসিডেন্টের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রতিদিন নতুন নতুন শুল্কনীতির আমদানি করছে চিন (china)। তার ফলে অসুবিধায় পড়ছে ভারত সহ একাধিক দেশ। ইতিমধ্যে তার প্রতিবাদ জানিয়ে ভারতের (India) সঙ্গে নতুন বাণিজ্যতে যেতে চাইছে চিন। এবার ক্ষুব্ধ ব্রাজিল (Brazil)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Modi) ফোন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inácio Lula da Silva)।

{link}

প্রায় এক ঘণ্টা কথা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। এই আলোচনার মূল বিষয় ছিল ট্রাম্পের জোর করে চাপিয়ে দেওয়া শুল্ক। এখনও পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যে যে দেশের উপরে শুল্ক বা ট্যারিফ বসিয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ ট্যারিফ ভারত ও ব্রাজিলের উপরেই। ভারতের উপরে যেমন তাঁর রাগ রাশিয়া থেকে তেল কেনার জন্য, তেমনই আবার ব্রাজিলে স্রেফ পূর্বতন প্রেসিডেন্ট জয়েস বলসেনারোকে ফিরিয়ে আনতে শুল্কের খাঁড়া বসিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতেই ব্রাজিলের প্রেসিডেন্ট সাফ জানিয়েছিলেন, ফোন করতে হলে তিনি ট্রাম্পকে নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করবেন। 

{link}

তিনি মোদীকে ফোন করেন এবং এক ঘণ্টা কথা বলেন। ব্রিকসের প্রসঙ্গও উঠে আসে তাদের আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে কথা হয়েছে। ব্রিকস সামিটে ব্রাজিল সফরের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, একদিকে যেমন বাণিজ্যে চড়া শুল্ক নিয়ে ট্রাম্পের আপত্তি, তেমনই ব্রিকস সদস্য দেশগুলি ডলার এড়িয়ে বিকল্প অর্থ ব্যবস্থা তৈরির যে চেষ্টা করছে, তাতেও ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট।

{ads}

 

News Breaking News china Brazil India Modi Luiz Inácio Lula da Silva সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article