শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'যখন ইউক্রেন রাশিয়া (Ukraine Russia) যুদ্ধ বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বিপরীত পথে চলেছে। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী (Keir Starmer) এক পা এগিয়ে বলেছেন, প্রয়োজন হলে তারা ইউক্রেনের সাহায্যের জন্য সেনা পাঠাবে।
{link}
তিনি স্পষ্ট করেই বলেছেন, "প্রয়োজন পড়লে আমাদের সেনা ইউক্রেনে পাঠানো হতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করতে, আমাদের মহাদেশকে বাঁচাতে এবং অবশ্যই ব্রিটেনকে রক্ষা করতেই যে কোনওপদক্ষেপ করতে পারি।” হঠাৎ কেন একথা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? কূটনৈতিক মহলের ধারণা, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের (Donald Trump) এই সক্ষতায় খুশি নয় গ্রেট ব্রিটেন।
{link}
স্টার্মারের এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আসলে মনে করা হচ্ছে, ট্রাম্পের এমন ঘোষণার জন্য কেবল তিনিই নন, ইউরোপের অন্য দেশের নেতারাও প্রস্তুত ছিলেন না। ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। গত বছরের শেষদিকে ইউক্রেনের উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছিল ব্রিটেন। এই পরিস্থিতিতে ব্রিটেনের সামনে অন্য কোনো পথ আর খোলা নেই।
{ads}