header banner

Nirmala Sitharaman : বাজেট পেশ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নির্দিষ্ট সময় লাল ফাইল নিয়ে রাষ্ট্রপতিভবন থেকে অর্থমন্ত্রী (Finance Minister ) নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) এসে উপস্থিত হন সংসদ ভাবনে। সকলের শুভেচ্ছা নিয়ে তিনি শুরু করেছেন বাজেট পেশ। ইতিমধ্যে বিজেপি সাংসদরা টেবিল চাপড়ে তাঁর বাজেটকে স্বাগত জানাচ্ছেন। প্রাথমিক ইঙ্গিতে যা জানা যাচ্ছে - এবারের বাজেটে (Budge) ৯টি বিষয়ের উপরে জোর ৷ শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামোয় জোর ৷ বাজেটে নজর গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে ৷

 * ১ কোটি কৃষকদের ন্যাচারল ফার্মিংয়ের অনুমতি ৷
 * আরও ৫টি রাজ্যে চালু হবে কিষাণ ক্রেডিট কার্ড (Kisan Credit Card): সীতারমণ।
 * বিকশিত ভারতের জন্য নির্দিষ্ট রোডম্যাপ ৷ কৃষিতে উৎপাদনে জোর ৷
 * কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ নজর ৷ দেশের অর্থনীতি এগোচ্ছে, কমছে মুদ্রাস্ফীতি ৷

{link}


 * বিহারের (Bihar) জন্য বিমানবন্দর (Airport) তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া ১৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা উল্লেখ বাজেটে।
 * পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বললেন নির্মলা। সেই রাজ্যগুলির মধ্যে থাকবে বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ (West Bengal)। কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

* সৌরবিদ্যুৎ নিয়ে বিশেষ যোজনার কথা উল্লেখ করলেন নির্মলা সীতারামন। তিনি উল্লেখ করেন, সৌরবিদ্যুৎ ব্যবহার করে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য পাওয়া যাবে।
 * বাজেটে ঘোষণা, আবাস যোজনার অধীনে ১ কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ। ঋণে দেওয়া হবে ভর্তুকি। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা।

{link}


 * স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে। আর মহিলারা কোনও সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরও।
 * অর্থমন্ত্রী জানান, আঞ্চলিক শিল্পীদের তৈরি প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে ই কমার্স এক্সপোর্ট হাব তৈরি করা হবে পিপিপি মোডে। এক ছাদের তলায় পণ্য বিক্রি ও রফতানি হবে। 
 * একটি বিশেষ স্কিম আনা হচ্ছে, যাক অধীনে আগামী ৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া। ১২ মাস বা এক বছর ধরে হাতে-কলমে কাজ শিখতে পারবেন তাঁরা। প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে।

{ads}

News Breaking News India Finance Minister Nirmala Sitharaman Budget Kisan Credit Card Bihar Airport Andhra Pradesh West Bengal Kolkata Election 2024 Politics Politician Election BJP

Last Updated :