header banner

Donald Trump : ডলারেই ব্যবসা করতে হবে, হুঙ্কার ট্রাম্পের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি ব্রিকস গোষ্ঠীর দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন হয়ে গেছে রাশিয়ায় (Russia)। আর সেখানেই তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলার-বিহীন লেনদেনের উপর জোর দেওয়ার কথা বলেছেন। ব্রিকস গোষ্ঠীর সদস্য রয়েছে ভারতও (India)। বাকি সদস্যরা হল ব্রাজিল, রাশিয়া (Russia), চিন (China) ও দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ইজিপ্ট, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীও ব্রিকস গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়েছেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

{link}

এবার ট্রাম্প সরাসরি গোষ্ঠীকে হুমকি দিলেন। বললেন, আন্তর্জাতিক বাণিজ্যের (International Trade) ক্ষেত্রে ডলার (Dollar) ব্যবহার না করলে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে ভারত কি করবে? ট্রাম্প কুর্সিতে বসার আগেই থ্রেট কালচার শুরু করে দিলেন। সেই প্রসঙ্গ নিয়েই সোশ্যাল মিডিয়ায় রণংদেহী আমেরিকার ভাবী প্রেসিডেন্ট। ব্রিকস দেশগুলি ডলার থেকে মুখ ফিরিয়ে নেবে আর তিনি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, এমনটা হবে না বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। এদিন পোস্টে ট্রাম্প লেখেন, "ব্রিকস গোষ্ঠীর দেশগুলি আমাদের প্রতিশ্রুতি দিক যে তাঁরা কোনও নতুন ব্রিকস কারেন্সি তৈরি করবে না।

{link}

এমনকি শক্তিশালী ডলারের পরিবর্তেও অন্য কোনও মুদ্রায় তারা বাণিজ্য করবে না।" ট্রাম্প আরও বলেন, "ব্রিকস গোষ্ঠীর দেশগুলি যদি নতুন মুদ্রায় বাণিজ্য শুরু করে তাহলে তারা আমেরিকার বিকল্প খুঁজে নিক। কারণ আমেরিকার দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে।" অক্টোবরে ব্রিকস সম্মেলনে দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি কমন বা সর্বদেশ-গৃহীত মুদ্রার পক্ষে সওয়াল করে। স্থানীয় মুদ্রার সপক্ষে জোর দেন তারা। তবে পুতিন অবশ্য জানিয়েছেন, এখনো ডলারের বিকল্প কিছু নেই। ভারত নিশ্চই পুতিনের সঙ্গে সহমত হয়ে ডলারের দিকেই ঝুঁকবে।

{ads}

News Breaking News Russia Donald Trump US President সংবাদ

Last Updated :