header banner

দেশে একদিনে করোনা আক্রান্তের গণ্ডি পেরোলো আড়াই লাখ, ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি

article banner

করোনার থাবা দিনের দিন আরও ভয়ানকভাবে প্রভাব বিস্তার করতে শুরু করছে দেশে। এক বছর ঘুরতেই ফের সেই পুরোনো আতঙ্কজনক ছবিটাই যেন আরও ভয়ানকভাবে চোখের সামনে ফুঁটে উঠছে। দিনের দিন বেড়েই চলেছে এই অদৃশ্য মারন ভাইরাসের প্রাদুর্ভাব। রবিবারের রিপোর্টে নিজের আরও এক রেকর্ড ভেঙে দেশে প্রথমবার একদিনে করোনা সংক্রামিতের সংখ্যা পার করল আড়াই লক্ষের গণ্ডি। তার সাথেই একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের দেওয়া শেষ রিপোর্ট অনুযাই দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ্য ৬১ হাজার ৫০০ জন। প্রান হারিয়েছেন ১৫০১ জন। করোনার দাপটে বর্তমানে সবেচেয়ে বেশি বেহাল অবস্থা মহারাষ্ট্রের। এছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও রীতিমতো উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

{link}


বাস্তবিকভাবে বর্তমান যে করোনা পরিস্থিতির সম্মুখীন মানুষ হয়েছে সেই পরিস্থিতি আগের বছরের থেকেও আরও বেশ অনেকটা বেশি ভয়াবহ। মানুষের দায়সারা ভাব ও অবহেলার সুযোগ নিয়েই নিজের প্রভাব আরও অনেকটা বাড়িয়ে তুলেছে এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত যেই দিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে তা নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে সত্যিই অবাক হওয়ার হয়ত কিছু থাকবে না। গত বছরের মতোই এবারও শক্ত হাতে করোনার বিরুদ্ধে লড়তে হবে। শনিবার উচ্চপর্যায়ের বৈঠকের পর একথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে এখনও পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ১২ কোটি ২৬ লক্ষেরও বেশি মানুষ। তারপরেও পরিস্থিতি সেই করোনার পক্ষেই। 
{ads}

Covid-19 Corona Virus Covid Update Corona Update 18th April Covid News Corona News Update Covid Situation in India news West Bengal India

Last Updated :