header banner

Mahua Moitra: তৃণমূল নেত্রী মহুয়ার বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে CBI! অনুমোদন লোকপালের

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ কি এবার সংকটে পড়লেন? তেমন একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে।  অভিযোগ অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র। এটাই তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে সিবিআই-কে সেই চার্জশিট পেশ করতে হবে। পাশাপাশি, তার একটি প্রতিলিপি জমা দিতে হবে লোকপাল আদালতেও। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর একটি প্রতিবেদন অনুযায়ী, লোকপালের নির্দেশ, ‘২০১৩ সালের লোকপাল আইনের ধারা ২০(৭) এবং ধারা ২৩(১) অনুযায়ী, সিবিআইকে আগামী চার সপ্তাহের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা করতে হবে। পাশাপাশি, সেই জমা করা চার্জশিটের একটি প্রতিলিপি জমা দিতে হবে লোকপাল দফতরেও।’ অবশ্য, সংশ্লিষ্ট আদালতে সেই চার্জশিট করার পরই যে আইনি প্রক্রিয়া শুরু হবে এমনটা নয়। নির্দেশিকায় লোকপাল জানিয়েছে, ‘চার্জশিট জমা দেওয়ার পরেই সিবিআইয়ের দ্বিতীয় আবেদনটি বিবেচনা করা হবে। তার আগে আইনি প্রক্রিয়া নয়।’

{link}

   একটা প্রশ্ন সকলের মধ্যেই আছে, আদৌ কি CBI তৃণমূলের সাংসদের বিরুদ্ধে বড়ো কোনো পদক্ষেপ নেবে? প্রশ্ন হচ্ছে,লোকপালের নির্দেশের পর মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ছ’মাসের মধ্যে সেই তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাঁদের। পরবর্তীতে সেই রিপোর্টের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া এবং আইনি প্রক্রিয়া শুরু করার জন্য লোকপালের কাছে অনুমতি চেয়েছিলেন সিবিআই তদন্তকারীরা। যাতে এবার অনুমতি দিল লোকপালের সম্পূর্ণ বেঞ্চ। এখন দেখার বিষয়টা কোন দিকে যায়। 

{ads}

Mahua Moitra News Bengali News TMC Trinamool Congress CBI Chargesheet TMC Leader Bengali News সংবাদ সিবিআই তদন্ত মহুয়া মৈত্র খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article