header banner

Khalistani Movement: বিরুপ পরিস্থিতির মাঝে খালিস্তানিদের দমন করতে পারবেন কানাডার প্রধানমন্ত্রী?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বড় বিপাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! তাঁর দশা অনেকটা শ্যাম রাখি না কূলের মতো। খালিস্তানিদের বাড়বাড়ন্তের জেরে ট্রুডোর ওপর বেজায় চটেছে ভারত। আবার সরকার বাঁচাতে খালিস্তানিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপও করতে পারছেন না তিনি। গোদের ওপর বিষফোঁড়ার মতো এই দোটানার মধ্যে এসেছে খালিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুর হুমকি। কানাডায় বসবাসকারী হিন্দুদের হুমকি দিয়েছে এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি। সে বলেছে, কানাডিয়ান হিন্দুরা ভারতে ফিরে যাও। এমতাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডিয়ান ভারতীয় সাংসদ চন্দ্র আর্য। আর্য ট্রুডোর দলেরই সাংসদ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দিন কয়েক আগে পান্নু হিন্দু-কানাডিয়ানদের হুমকি দিয়েছে। দেশ ছেড়ে ভারতে চলে যেতে বলেছে। আমি অনেকের কাছ থেকেই এটা শুনেছি। পান্নুর হুমকিতে যাঁরা ভয় পেয়েছেন। তিনি বলেন, হিন্দুফোবিয়ার কোনও ঘটনা ঘটলে স্থানীয় প্রশাসনকে জানান। খালিস্তান আন্দোলনের নেতারা কানাডায় হিন্দু এবং শিখদের মধ্যে বিভাজন ঘটাতে চাইছে। 
প্রসঙ্গত, একটি ভিডিও বার্তায় পান্নু বলেছেন, হিন্দুরা ভারতে ফিরে যাও। তোমরা কানাডার সংবিধানকে অস্বীকার করেছ। তোমাদের গন্তব্য ভারত। কানাডা ছেড়ে ভারতে ফিরে যাও। 

{link}
এমতাবস্থায় কানাডায় বসবাসকারী হিন্দুরা অশনি সঙ্কেত দেখছেন। হিন্দু ফোরাম কানাডার তরফে সে দেশের জন-নিরাপত্তা মন্ত্রী দোমিনিক লেব্ল্যাঙ্ককে চিঠি লিখেছেন। বর্তমানে কানাডার মোট জনসংখ্যার তিন শতাংশই হিন্দু। এঁদের হয়েই কাজ করে ওন্টারিও ভিত্তিক হিন্দু ফোরাম কানাডা। ফোরামের তরফে লেখা চিঠিতে বলা হয়েছে, আমাদের সনির্বন্ধ অনুরোধ, হুমকির বিষয়টিকে আপনারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। যেহেতু এই হুমকি কানাডার নাগরিকদের ওপরও প্রভাব ফেলবে।  তবে পান্নুর হুমকিতে যতই উদ্বেগ প্রকাশ করুন না কেন ট্রুডোর দলেরই সাংসদ, মোস্ট ওয়ান্টেড এই খালিস্তানি জঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ নয়। কারণ পান্নু মার্কিন নাগরিক। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না কানাডা সরকার। আবার আমেরিকাও পান্নুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। কারণ সে কানাডিয়ান হিন্দুদের বিরুদ্ধে বলেছে। কানাডা যেভাবে দিনের পর দিন খালিস্তানি জঙ্গিদের ডেরা হয়ে উঠছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশে বসবাসকারী হিন্দু এবং শিখরা। এমতাবস্থায় খালিস্তানি জঙ্গি দমনে শক্ত হাতে হাল ধরতে হবে ট্রুডোকে। তবে সরকার বাঁচানোর কথা না ভেবে শিরদাঁড়া সোজা করে খালিস্তানিদের দমন করতে পারবেন কি ট্রুডো? প্রশ্ন হল সেটাই। 
{ads}

news Khalistan Khalistani Movement Justin trudeau Canada সংবাদ

Last Updated :