header banner

Canada : জেগে উঠেছে কানাডার হিন্দু সমাজ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। সেই পরিস্থিতিতেই আবার কানাডার ব্র্যাম্পটনের (Brampton) হিন্দু সভার মন্দির এবং সারে অঞ্চলে লক্ষ্মী নারায়ণ মন্দিরে খালিস্থানপন্থীরা হামলা করেন। আর এই হামলার প্রতিবাদেই এবার রাস্তায় নামলেন এক হাজারেরও বেশি কানাডিয়ান হিন্দু (Canadian Hindus)। জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই আন্দোলনের পথে কানাডার হিন্দুরা।

{link}

হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ হিন্দু সভা মন্দিরের সামনে জড়ো হন গতকাল রাতে। অনেকের হাতে সেই সময় ছিল ভারতীয় পতাকা। কারও হাতে আবার ছিল কানাডার পতাকা। কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকার ডাকে এই জমায়েত হয়েছিল ব্র্যাম্পটনের মন্দিরের বাইরে। কানাডায় হিন্দুদেরও বেড়ে চলা হামলার ইস্যুটি তুলে ধরতেই এই জমায়েতের ডাক দেওয়া হয়েছিল।

{link}

পাশাপাশি হিন্দুদের ওপর হামলার ঘটনায় কানাডা সরকার যাতে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে, তার জন্যে চাপ দিতে চাইছে কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা। কানাডায় বর্তমানে 'হিন্দুফোবিয়ার' শ্রোত বইছে বলে অভিযোগ করে কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা। এই আবহে নিজেদের জমায়েতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংগঠনের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়, 'এক হাজারেরও বেশি কানাডিয়ান হিন্দু ব্র্যাম্পটনের প্রতিবাদ সভায় সামিল হয়েছিলেন। দিওয়ালির সময় কানাডার দুই প্রান্তে হিন্দু মন্দিরে হামলা হয়েছে। কানাডায় এই হিন্দুফোবিয়া বন্ধ হোক।'

{ads}

News Breaking News International News India Canada India Canada Relation Brampton Justin Trudeau PM সংবাদ

Last Updated :