header banner

Canada : আমেরিকার সঙ্গে ‘শুল্কযুদ্ধে’ জড়িয়েছে কানাডা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কানাডার (Canada) নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে নেমে পড়েছেন মার্ক কারনি (Mark Carney)। জাস্টিন ট্রুডোর উত্তরসূরি নির্বাচিত হয়েই তিনি একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ‘শুল্কযুদ্ধে’ জড়িয়েছে কানাডা।

{link}

সেদেশের একের পর এক পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প। এবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের তীব্র নিন্দা করলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী। কানাডাকে আমেরিকার ৫০ তম প্রদেশ করতে চেয়েছিলেন ট্রাম্প। তা করতে না পাড়ায় তিনি প্রবল ক্ষুব্ধ। এর মধ্যে ঘটে গেছে কানাডার রাজনৈতিক পালা বদল। কানাডাবাসীর প্রত্যাশা অনেক।

{link}

গত জানুয়ারি মাসে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ট্রুডো। একই সঙ্গে ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারাল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদও ছাড়ারও ঘোষণা করেন তিনি। জানিয়ে দেন কানাডার পরবর্তী নির্বাচনে দাঁড়াবেন না। তারপর থেকেই ট্রুডোর উত্তরসূরি কে হবেন, সেনিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই আসন অলংকৃত করলেন মার্ক কারনি।

{ads}

News Breaking News Mark Carney Canada সংবাদ

Last Updated :