শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অস্ট্রিলিয়ার খুবই বিখ্যাত চ্যানেল -'অস্ট্রেলিয়া টুডে'। সেই চ্যানেলকে নিষিদ্ধ করলো কানাডার ট্রুডো প্রশাসন। কিন্তু কেন? আসল ঘটনা হলো, এস জয়শংকরের সাংবাদিক সম্মেলন সম্প্রচারিত হয়েছিল অস্ট্রেলিয়ার একটি চ্যানেলে। তার পরেই ওই চ্যানেলটি নিষিদ্ধ করে দিল কানাডা। কয়েক ঘণ্টার মধ্যেই ওই অজি চ্যানেলের সোশাল মিডিয়ার উপরেও কোপ বসিয়েছে জাস্টিন ট্রুডোর প্রশাসন।
{link}
গোটা ঘটনায় প্রতিক্রিয়া মিলেছে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফেও। সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করে দেওয়া যে বাকস্বাধীনতা হরণেরই নামান্তর, সেকথা মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কোনো লেখা বা প্রচার কারোর পছন্দ না হতে পারে। তার বিরুদ্ধে প্রতিবাদী লেখা যেতেই পারে। কিন্তু নিজের দেশে সেই সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করা গণতন্ত্র বিরোধী।অস্ট্রেলিয়া সফরে গিয়ে অজি বিদেশমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন জয়শংকর।
{link}
অস্ট্রেলিয়ার প্রবাসী ভারতীয়দের মধ্যে এই চ্যানেলটি খুবই জনপ্রিয়। বৃহস্পতিবার ওই চ্যানেলেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করেন ভারতীয় বিদেশমন্ত্রী। তার পরেই অস্ট্রেলিয়া টুডেকে পুরোপুরি নিষিদ্ধ করে কানাডা। এই নিয়ে ভারত সহ একাধিক দেশ প্রতিবাদ জানিয়েছে।
{ads}