শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ২০২৪ সালেই একাধিক রুশ গবেষক জানিয়েছিলেন, ভয়ঙ্কর ক্যান্সার (Cancer) এখন তাদের হাতের মুঠোতে। শুধু একটু সময়ের অপেক্ষা। রবিবার তারা দাবি করেছেন, ক্যানসারের প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছেন তারা। টিকাটি এখন ব্যবহারের জন্যও প্রস্তুত হয়ে গিয়েছে বলেও জানাচ্ছেন রাশিয়ার ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা।
{link}
এই সংবাদ জানিয়েছে রুশ সংবাদসংস্থা তাস। জানা গিয়েছে, ক্যানসারের টিকার নাম এন্টারোমিক্স (Cancer Vaccine)। কোভিড -১৯ ভ্যাকসিনের মতো ক্যানসারের টিকাও mRNA প্রযুক্তিতে তৈরি হয়েছে। দুর্বল ভাইরাস ব্যবহার করার পরিবর্তে, mRNA ভ্যাকসিন শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। বিজ্ঞানী ভেরোনিকা এই অভিনব আবিষ্কার নিয়ে জানিয়েছেন, ক্যানসারের ভ্যাকসিন এন্টারোমিক্স বহু বছরের গবেষণার ফসল। তিনি আরো জানান, সেই ট্রায়ালে দেখা গিয়েছে, ভ্যাকসিনটি বারবার প্রয়োগ করলেও নিরাপদ এবং অত্যন্ত কার্যকর।
{link}
কিছু ক্ষেত্রে ক্যান্সারের ধরন অনুযায়ী টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমেছে বা ধীর গতিতে বেড়েছে। এমনকী যে প্রাণীদের উপর টিকাটি প্রয়োগ করা হয়েছিল তারাও সুস্থ ভাবেই বেঁচে রয়েছে। জানা যাচ্ছে, এই ভ্যাকসিনের প্রধান লক্ষ্য হবে বৃহদান্ত্রের ক্যান্সারকে নির্মূল করা। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা (একটি দ্রুত-বর্ধনশীল মস্তিষ্কের ক্যান্সার) এবং কিছু ধরনের মেলানোমা (একটি গুরুতর ত্বকের ক্যান্সার), যার মধ্যে চক্ষুতে আক্রমণকারী ওকুলার মেলানোমাও রয়েছে, সেই সবের ভ্যাকসিন তৈরির কাজও এগোচ্ছে।
{ads}