header banner

Russia : ক্যান্সারের টিকা আবিষ্কার রাশিয়ার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে ঘোষিত হয়েছে যে একদল রুশ বিজ্ঞানী ও গবেষক ক্যান্সারের টিকা (Cancer vaccine) আবিষ্কার করেছেন। এবার রুশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো তারা সারা বিশ্বে বিনা মূল্যে এই টিকা বিতরণ করবে। রুশ (Russia) স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের এক শীর্ষকর্তা এমনই দাবি করেছেন। এই আবিষ্কারকে শতাব্দীর সেরা আবিষ্কার বলে মনে করেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট।

{link}

এক সম্মেলনে গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের কর্তা আলেকজান্ডার গিন্সবার্গের দাবি, ”ক্যানসারের টিকার প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল থেকে দেখা গিয়েছে টিউমারের বেড়ে ওঠা এবং মেটাস্টেস অর্থাৎ ক্যানসারের ছড়িয়ে পড়া রুখে দিচ্ছে তা।” ফলে বিশ্ব থেকে ক্যান্সার নির্মূল করতে বিরাট ভূমিকা নেবে এই ভ্যাকসিন। ২০২৪ সালের গোড়াতেই রুশ প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin) বলেছিলেন, ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন রুশ বিজ্ঞানীরা।

{link}

এবার সামনে এল সেই সংক্রান্ত আরও বড় দাবি। এদিকে গিন্সবার্গ বলছেন, এআই সংক্রান্ত গবেষণা এমন জায়গায় পৌঁছেছে যে এক ঘণ্টায় এই ধরনের টিকা বানিয়ে ফেলতে পারে। ঠিক কী কাজ করবে এমন টিকা? জানা যাচ্ছে, এই টিকা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে রোগ প্রতিরোধী কোষগুলির। ক্যানসারের কোষগুলিকে চিহ্নিত করে খতম করা শুরু করবে। তৈরি করবে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি।

{ads}

News Breaking News Cancer Cancer vaccine Russia Vladimir Putin সংবাদ

Last Updated :