শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দীর্ঘ দিন ধরেই পাকিস্তানী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (University of Dhaka) ঢোকা নিষিদ্ধ ছিল। কিন্তু বছরের প্রথম দিনই হঠাৎ দেখা গেলো বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িকে কেন্দ্র করেই হইচই পড়ে গিয়েছে। কার এই গাড়ি, কে এসেছেন, তা নিয়ে চলছে জল্পনা-আলোচনা।
{link}
তবে সম্প্রতি পাকিস্তানের (Pakistan) সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের চেষ্টা শুরু করেছে বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানপন্থী ধৰ্মীয় মৌলবাদীরা নিয়ন্ত্রণ করছে ইউনুস (Muhammad Yunus) সরকারকে। আর তার জন্যই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেলো পাকিস্তানের পতাকা লাগানো গাড়ি। সূত্রের খবর, কোনও কূটনীতিবিদের গাড়ি এটি।
{link}
তবে এটি কার গাড়ি, তা জানা যায়নি। প্রসঙ্গত, দীর্ঘদিন নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক। পাকিস্তানে হওয়া লাগাতার গণহত্যার প্রতিবাদেই ২০১৫ সালে সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্তেই ও দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়। তবে বছর বদল হতেই সেই সম্পর্কে পরিবর্তন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়ছে দোস্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করছে পাকিস্তান।
{ads}