শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একটা পর্বে এসে চিন (china) দেশের জনসংখ্যা কমানোর উপর ব্যাপক জোর দিয়েছিলো। এবার তার বিপরীত প্রতিক্রিয়া তৈরী হয়েছে। এবার সন্তান ধারণে উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করার পরিকল্পনা করছে শি জিংপিংয়ের (Xi Jinping) সরকার। চলতি বছরের ১ জানুয়ারি বা তার পরবর্তী সময়ে সে দেশে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।
{link}
বিশেষজ্ঞদের মতে, চিনে ক্রমবর্ধমান জন্মহার কমতে থাকার কারনেই সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে চিনে জন্মহারের সংখ্যা যে জায়গায় রয়েছে, সেই ভাবেই যদি চলতে থাকে তাহলে ২০৫০ সালের মধ্যে চিনের জনসংখ্যা ১৩০ কোটিতে দাঁড়াবে।
{link}
সেই কারনেই শি জিংপিংয়ের সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। নয়া নিয়ম অনুযায়ী, প্রতিটি শিশুর জন্য ৩৬০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা) বার্ষিক অনুদান দেওয়া হবে। শিশুটির তিন বছর বয়স হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। মনে করা হচ্ছে, সন্তান লালন পালনের জন্য বাবা, মায়ের উপর থেকে আর্থিক বোঝা কমানো এবং সন্তান নিতে উৎসাহিত করার জন্যই এমন সিদ্ধান্ত।
{ads}