header banner

Census 2027: রাজ্যের ভোটপর্বের মধ্যেই জনগননা! এপ্রিল মাসে শুরু হবে কাজ, জানালো কেন্দ্র

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এ বছর হয়তো এপ্রিলে বিধানসভা নির্বাচন। হয়তো নির্বাচন চলাকালীন আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হনন জনগণনার কর্মীরা। প্রথম পর্বতে এও কাজ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন।২০২৭ সালের আদমশুমার হবে ভারতের ১৬তম এবং স্বাধীনতার পরে থেকে অষ্টম আদমশুমার। ১৯৪৮ সালের আদমশুমার আইন এবং ১৯৯০ সালের আদমশুমার বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল জনগণনা হচ্ছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। 

{link}

  দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এই মুহূর্তে এসআইআরের কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে ২০২৭ সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা। এখানেই প্রশ্ন উঠছে। স্বাভাবিক নিয়মে ভোট হলে এপ্রিল মাসে বাংলা-সহ পাঁচ রাজ্যে নির্বাচন হওয়ার কথা। ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন কী? তাছাড়া ভোট প্রক্রিয়ায় এমনিতেই প্রশাসনের একটা বড় অংশ।

{ads}

Census Census Process Bengali News West Bengal Census National Census News সংবাদ জনগননা জনগননা খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article