header banner

India: জনগণনা এখন জনসুমারি

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  দশ বছর পর পর ভারতের 'জনগণনা' হয়ে আসছে। এখন এই জনগণনাকে 'জনসুমারি' বলা হয়। কভিদের কারণে ২০২১ সালে এই জনসুমারি করা সম্ভব হয় নি। তা হতে চলেছে ২০২৫ সালে। ২০২৬ এর শেষে জনসুমারির ফল প্রকাশিত হলেই বোঝা যাবে জন বিন্যাসের কতটা পরিবর্তন হয়েছে।

{link}

মনে রাখতে হবে, ২০২৯  সালে ভারতের লোকসভা নির্বাচন। স্বাভাবিক কারণেই লোকসভা নির্বাচনের আসন বিন্যাসে ওই জনসুমারির প্রভাব পড়বে।এই জনসুমারির পদ্ধতি নিয়ে আছে বেশ বিতর্ক। বিহারে ইতিমধ্যে আলাদা করে জাতিভিত্তিক জনসুমারি হয়েছে।অনেক বিরোধী দল সেভাবেই জনসুমারির দাবি তুলেছেন। তবে কেন্দ্রের তরফে এখনও জানানো হয়নি যে কোন পদ্ধতিতে জনসুমারি করা হবে।

{link}

সূত্রের খবর, এবারের জনসমীক্ষা ধর্ম ও সামাজিক অবস্থানের ভিত্তিতেই হবে। তবে পরের বার থেকে জেনারেল ও জনজাতি-উপজাতির বিভিন্ন শ্রেণির মধ্যে বিভাজনও জনসুমারিতে অন্তর্ভুক্ত হতে পারে। এখন দেখার ভারতে জনসংখ্যা কতটা বৃদ্ধি পেলো। আর সেই অনুযায়ী খাদ্য উৎপাদনই বা কতটা বৃদ্ধি পেয়েছে।

{ads}

 

news breaking news population in India sheffieldtimes census সংবাদ

Last Updated :