header banner

All Party Meeting Proposal: সংসদের বিশেষ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক বিজেপির, কেন জানেন?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ সেপ্টেম্বর। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক মহল। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, পাঁচ দিনের এই অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক (All Party Meeting) ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বৈঠকটি ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। প্রসঙ্গত, এর আগে শেষবার সর্বদলীয় বৈঠক হয়েছিল সংসদের বাদল অধিবেশনের আগে। এবার তা তা বিশেষ অধিবেশনের আগে করা হতে চলেছে। তবে, বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা কী, তা জানা যায়নি।

{link}

সূত্রের খবর, অধিবেশনের অ্যাজেন্ডা বিরোধীদের জানানো হয়নি বলে দাবি জানিয়ে ‘ইন্ডিয়া’-র পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার উত্তরে পাল্টা চিঠিতে জোশী জানিয়েছিলেন, অধিবেশনের আগে কখনওই অ্যাজেন্ডা প্রকাশ করা হয় না। অধিবেশন শুরুর আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করে অ্যাজেন্ডা ঠিক করা হয়। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বলেই আমরা সংসদের বিশেষ অধিবেশন ডেকেছি। শীঘ্রই এর অ্যাজেন্ডা প্রকাশ করা হবে। হাতে পর্যাপ্ত সময় আছে। সেই কারণে উপযুক্ত সময়েই অ্যাজেন্ডা প্রকাশ করা হবে।” 

{link}

জানা গিয়েছে সংসদের এই বিশেষ অধিবেশন বসতে চলেছে পুরনো সংসদ ভবনে। তবে নয়া ভবনে গৃহপ্রবেশ ঘটতে পারে পরের দিনই। কারণ, ওই দিন গণেশ চতুর্থী। তিথি, নক্ষত্রও ভাল রয়েছে। সেই কারণে এই দিনেই নয়া সংসদ ভবনে অধিবেশন বসতে পারে বলে ধারণা করছেন রাজনীতিবিদদের একাংশ। যদিও এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সর্বদল বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। বিশেষ অধিবেশনের (All Party Meeting) অ্যাজেন্ডা জানা না গেলেও, বিরোধীদের একাংশের মতে, এই অধিবেশনে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রণয়ন ও সংবিধান সংশোধন করে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ করার চেষ্টা করতে পারে কেন্দ্রীয় সরকার। ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত কমিটির সুপারিশটিও প্রকাশ্যে আসতে পারে এই অধিবেশনে। বিরোধীদের একাংশের মতে, কাশ্মীরে ৩৭০ ধারা রদ, রামমন্দির নির্মাণ, অভিন্ন দেওয়ানি বিধির মতো ইস্যুগুলিকে লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার করতে পারে নরেন্দ্র মোদি সরকার। সেই কারণেই ডাক দেওয়া হয়েছে বিশেষ অধিবেশনের। এর সঙ্গে সংসদের নয়া ভবনে বিশেষ অধিবেশন বসিয়ে বিরোধীদের মাতও দিতে পারে (All Party Meeting) নরেন্দ্র মোদির বিজেপি সরকার। 
{ads}

Narendra Modi BJP Government All Party Meeting Congress Parliament Sangsad Bhawan দেশ সংবাদ

Last Updated :