header banner

Chabahar Port : চাবাহার বন্দর পরিচালনা, চুক্তি স্বাক্ষরিত ভারত ও ইরানের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার (Chabahar Port) পরিচালনার জন্য আজ, সোমবার চুক্তি স্বাক্ষরিত হতে পারে ভারত ও ইরানের মধ্যে। চুক্তিতে স্বাক্ষর করতে ইরানে যাওয়ার কথা জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের। চুক্তি হবে দশ বছরের জন্য। চুক্তিটি স্বাক্ষরিত হলে আফগানিস্তান, মধ্য এশিয়া ও ইউরেশিয়ান সীমান্তের সঙ্গে ভারতের যোগাযোগ সুগম হবে।

{link}



ভারতের জাহাজমন্ত্রীর ইরান সফর এবং সম্ভাব্য চুক্তির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ চুক্তিটি সম্পাদিত হচ্ছে এমন একটা সময়, যখন ভারতে চলছে লোকসভা নির্বাচন। এটি গুরুত্বপূর্ণ কারণ, এই প্রথম ওভারসিজ একটি বন্দর পরিচালনার দায়িত্ব নিচ্ছে ভারত (Chabahar Port)।ভারত কীভাবে উপকৃত হবে?চুক্তিটি স্বাক্ষরিত হলে ভারত বন্দরটি পরিচালনা করতে পারবে। শুধু তাই নয়, এই বন্দরটিকে ভারত যুক্ত করতে পারবে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডরের সঙ্গে। যার জেরে পাকিস্তানকে এড়িয়েই আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে অনায়াস হবে ভারতের যোগাযোগ। যেহেতু স্থলপথে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যের পথে প্রধান অন্তরায় পাকিস্তান, তাই এই চুক্তি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 

{link}



ভারত ও ইরান দুই দেশের কাছেই চাবাহার বন্দরের গুরুত্ব অপরিসীম। ভারত এই বন্দর পরিচালনার দায়িত্ব নিলে একদিকে যেমন পশ্চিমী নিষেধাজ্ঞা এড়িয়ে ব্যবসা করতে পারবে ইরান, তেমনি অন্যদিকে পাকিস্তানকে এড়িয়ে একটা বাইপাস রুটও তৈরি হল। পাকিস্তানের গদর বন্দর এবং চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভের কাউন্টার ব্যালেন্স হিসেবে কাজ করবে চাবাহার বন্দর (Chabahar Port)।চাবাহার ইরানের প্রথম ডিপওয়াটার বন্দর। ওমান উপসাগরের মুখেই রয়েছে বন্দরটি। পাকিস্তানের গদর বন্দরের উন্নয়ন করছে চিন। তারই অদূরে চাবাহার বন্দরের উন্নয়ন করছে ভারত। চাবাহার বন্দরের সঙ্গে ভারতের ইনভলভমেন্ট।

{ads}

News India Iran Chabahar Port Sarbananda Sonowal Minister of Shipping Afghanistan overseas Communication International North-South Transport Corridor Pakistan overland trade Bypass route

Last Updated :