header banner

Mark Carney : জাতিসঙ্ঘের সভায় প্যালেস্টাইন স্বীকৃতির সম্ভাবনা উজ্জ্বল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একে একে অনেক রাষ্ট্র এবার প্যালেস্টাইনকে (Palestine) সমর্থনে এগিয়ে আসছে। গাজায় ইজরায়েলের আগ্রাসন বন্ধ না হলে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে কানাডা। বুধবার এমনটাই ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Mark Carney)। এর আগে ফ্রান্স এবং ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, গাজায় যুদ্ধ বন্ধ না হলে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্জাদা দেবে তারা। এবার সেই পথে হাঁটারই ইঙ্গিত দিল কানাডা (Canada)।

{link}

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্নি বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আমরা সব সময়তেই দ্বি-রাষ্ট্র তত্ত্বে বিশ্বাসী। আমরা চাই ইজরায়েলের পাশাপাশি স্বাধীন এবং সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রও অবস্থান করুক।''তিনি  আরও বলেন, “প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের (Mahmoud Abbas) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তাঁর প্রশাসন ২০২৬ সালে দীর্ঘ বিলম্বিত নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এবং সেখানে হামাসের কোনও ভূমিকা থাকবে না।”

{link}

গাজার মাটিতে যেভাবে নৃশংসতা শুরু করেছে তাতে বিরক্ত ফ্রান্সও এবং ব্রিটেনও। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা দরকার। আমজনতাকে বাঁচানো দরকার। তাই আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করবে ফ্রান্স।’ অন্যদিকে, গত মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে ব্রিটেন।

{ads}

 

News Breaking News Palestine Mark Carney Canada Mahmoud Abbas সংবাদ

Last Updated :