header banner

Chat Puja 2025: চলতি বছরে ছট পূজার নির্ঘন্ট কী? জেনে নিন সবিস্তারে

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কিছুদিন পূর্বেই শেষ হয়েছে দুর্গাপুজো। বর্তমানে শুরু হয়ে গিয়েছে কালীপূজার প্রস্তুতি। একইসঙ্গে চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ছট পূজা। অক্টোবর মাসে কোন দিনে এই পুজো অনুষ্ঠিত হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৫ সালে কার্তিক মাসের ছট পূজা (অক্টোবর বা নভেম্বরে) পালিত হবে, এবং এটি ২৭ অক্টোবর (সোমবার) থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে। এর মধ্যে ২৭ অক্টোবর অস্তগামী সূর্যের অর্ঘ্য এবং ২৮ অক্টোবর উদীয়মান সূর্যের অর্ঘ্য দেওয়া হবে। এছাড়াও, একই বছরে চৈত্র মাসে চৈতি ছট পূজা অনুষ্ঠিত হয়, যা সাধারণত মার্চ বা এপ্রিলে পালিত হয়। সম্পূর্ণ নির্ঘন্ট রইল নিম্নলিখিত-

{link}

  * কার্তিক মাসের ছট পূজা (প্রধান উৎসব)
শুরু: ২৭ অক্টোবর, ২০২৫ (সোমবার) 
সন্ধ্যা অর্ঘ্য: ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। 
সকালের অর্ঘ্য: ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। 
গুরুত্ব: এটি সূর্যদেব এবং ছঠি মাইয়াকে (সূর্যের বোন) উৎসর্গ করা একটি উৎসব। 

  * চৈত্র মাসের চৈতি ছট পূজা
২০২৫ সালে, এই পূজাটি ২৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত পালিত হয়েছিল। 
প্রসঙ্গত, এটিও সূর্যদেবকে উৎসর্গীকৃত একটি উৎসব, যা কঠোর উপবাস, আচার-অনুষ্ঠান এবং অর্ঘ্য নিবেদনের মাধ্যমে পালন করা হয়।

{ads}

Chat Puja Chat Puja 2025 News Chat Puja Schedule Chat Puja News Bengali News ছট পূজা ছট পুজো ছট পুজো নির্ঘন্ট

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article