header banner

Donald Trump : ট্রাম্পের পরিকল্পনায় শিকাগো উত্তপ্ত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমেরিকার (US) গণতন্ত্র যথেষ্ট পরিনত। সেখানে বিরোধী শক্তিকে যথেষ্ট সম্মান করা হয়। দীর্ঘদিনের এই ধারণাকে ট্রাম্প (Donald Trump) নষ্ট করতে চলেছে বলেই অভিযোগ। ওয়াশিংটনের পর শিকাগো (Chicago)। এবার আমেরিকার এই শহরটিতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। শনিবার এমনটাই দাবি করা হয়েছে প্রথম সারির এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওয়াশিংটনের মতো শিকাগোও হল ডেমোক্রাট শাসিত রাজ্য।

{link}

তাহলে কি ফের বিরোধী কণ্ঠ রোধ করতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? বিরোধীরা সরব হয়েছে এই নিয়ে। পথে নেমেছে প্রতিবাদী মিছিল। মার্কিন দেশের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে এবং যেভাবে অপরাধের হার বাড়ছে, তাতে লাগাম টানতে বদ্ধপরিকর ট্রাম্প। সেই মতো এবার শিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন।

{link}

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “গোটা শিকাগো সমস্যায় ভরা। শহরের মেয়র যে অরাজগতা তৈরি করে রেখেছে, তা কল্পনাতীত। আমরা তা ঠিক করে দেব।” শনিবার পেন্টাগন একটি বিবৃতিতে জানায়, ‘আমাদের পরবর্তী কার্যক্রম এখনই প্রকাশ্যে আনছি না। তবে সরকারি সম্পত্তি রক্ষা এবং কর্মীদের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই মতো আমাদের কিছু পরিকল্পনা রয়েছে।

{ads}

 

News Breaking News Donald Trump Chicago সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article