header banner

Chicago : শিকাগোয় বন্দুকবাজের হামলায় রক্তাক্ত শহর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমেরিকা (US) আছে আমেরিকাতেই। মাঝে মাঝেই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজেরা বিভিন্ন জায়গায় হামলা করে। যেমন করলো শিকাগোতে (Chicago)। শুক্রবার রাত থেকে সোমবার পর্যন্ত শিকাগোতে দুষ্কৃতীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহতের সংখ্যা ৪৭। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শিকাগোর দক্ষিণ অ্যালবার্ট রোডে প্রথম গুলি চলার খবরটি প্রকাশ্যে আসে। ঘটনায় মৃত্যু হয় বছর তেতাল্লিশের এক যুবকের।

{link}

তারপর থেকে সোমবার পর্যন্ত শিকাগোর বিভিন্ন জায়গায় মোট ৩২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহতের সংখ্যা ৪৭। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আততায়ী নির্দিষ্ট কোনও একজন না কি এর নেপথ্যে আরও কেউ রয়েছে, তা এখনও জানা যায়নি। আমেরিকায় বন্দুক হামলার ঘটনা নতুন নয়। এর আগে দুষ্কৃতীদের গুলিতে একাধিকবার রক্তাক্ত হয়েছে মার্কিন মুলুকের বিভিন্ন এলাকা। সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকার বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে।

{link}

যেভাবে অপরাধের হার বাড়ছে, তাতে লাগাম টানতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই মতো ওয়াশিংটনের পর শিকাগোতেও ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করছে তাঁর প্রশাসন। যদিও সরকারিভাবে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “গোটা শিকাগো সমস্যায় ভরা। শহরের মেয়র যে অরাজগতা তৈরি করে রেখেছে, তা কল্পনাতীত। আমরা তা ঠিক করে দেব।” 

{ads}

 

News Breaking News US Chicago Donald Trump সংবাদ

Last Updated :