শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: চলতি বছর শিশুদিবসের দিন ঘটলো সেই মিরাকেল - যা যেকোনো সিনেমাকে হার মানাতে পারে। ঘটনার সূত্রপাত গত মে মাসের ২০ তারিখ। সোলাপুর থেকে মুম্বই এসেছিলেন আরোহীর বাবা-মা। সঙ্গে ছিল চার বছরের মেয়ে। আরোহীর বাবার চিকিৎসা উদ্দেশ্যে মুম্বই আগমণ পরিবারটির। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে মায়ের কোলে ছিল আরোহী। পরিশ্রান্ত মায়ের চোখ বুজে এসেছিল। তখনই বেপাত্তা হয় মেয়ে। চোখ খুলে দিশাহারা অবস্থা হয় মহিলার। থানায় অভিযোগ জানায় পরিবারটি। যদিও কিছুতেই খোঁজ মিলছিল না চার বছরের মেয়ের। তাঁকে ফিরে পেতে দীর্ঘদিন থানা, স্টেশন, ট্রেন, বস্তি, অনাথ আশ্রমে হন্যে হয়ে ঘোরেন দম্পতি। তাঁরা ঘুণাক্ষরে ভাবতে পারেননি মুম্বইয়ে হারানো আরোহী পৌঁছে গিয়েছে সুদূর বারাণসীতে।
{link}
গত জুন মাসে বারাণসীর একটি অনাথ আশ্রমের কর্মীরা রেললাইনের ধারে খুঁজে পান আরোহীকে। তাঁরাই ছোট্ট মেয়েটিকে আশ্রয় দেন। সে নাকি ঘুমের মধ্যে কেবল ‘আই’ (মারাঠি ভাষায় মা) বলে চিৎকার করে উঠত। এর বেশি বাড়ি-ঘর-ঠিকানা জানাতে পারেনি। মুম্বই পুলিশ অবশ্য হাল ছাড়েনি। আরোহীর ছবি সম্বল করে তন্নতন্ন করে খুঁজে চলে তারা। খবরের কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়। সাংবাদিকদের কাছেও সাহায্যের আবেদন জানায় প্রশাসন। শেষ পর্যন্ত পরিশ্রমের ফল মেলে। ১৩ নভেম্বর বারাণসীর এক স্থানীয় রিপোর্টারের চোখে পড়ে আরোহীর ‘নিখোঁজ’ পোস্টারটি। তিনি অনাথ আশ্রমে মেয়েটিকে দেখেছিলেন। দ্রুত যোগাযোগ করেন। বাকিটা ঘরের মেয়েকে ঘরে ফেরানোর পদ্ধতি।
{ads}