শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পাকিস্তান বার বার নিয়ন্ত্রণরেখা ও যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ভারত তার উত্তর দিয়েছে। এরমধ্যে হঠাৎ চিনের মাথা গলানো উচিত নয় বলেই সকলে মনে করছে। সেনা সূত্র অনুযায়ী, নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০টি পাক ড্রোন।
{link}
এই পরিস্থিতিতে আজ শুক্রবার ফের বার্তা দিয়েছে চিন (china)। সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র লি জিয়ান বলেন, “ভারত-পাক উত্তেজনায় উদ্বিগ্ন বেজিং। ভারত ও পাকিস্তান দুই দেশই চিনেরও প্রতিবেশী। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা। কিন্তু আমরা চাই দু’দেশের মধ্যে শান্তি ফিরুক। আমরা স্থিতাবস্থা বজায় রাখার আর্জি জানাচ্ছি। দুই দেশেরই উচিত আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদ মেনে চলা। " পাকিস্তানের সঙ্গে চিনের দহরম মহরম বহুদিনের। ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের ‘ফাঁদে’ ফেলে ইসলামাবাদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বেজিং। এদিকে এই যুদ্ধে চিনের মিসাইল কোনো কাজ করে নি পাকিস্তানের। সেই কারণে চিন অনেকটাই চিন্তিত।
{link}
পহেলগাঁও হামলার বদলা নিতে গত ৬ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলোতে আঘাত হানে ভারতের অপারেশন সিঁদুর। সেই সময় দুঃখ প্রকাশ করে বেজিংকে বলতে শোনা যায়, ‘ভারতের এই সামরিক অভিযানে আমরা দুঃখিত। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। চিনের অবস্থান সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা ভারত-পাকিস্তান দু’পক্ষকেই অনুরোধ করব শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য। এমন কোনও পদক্ষেপ করবেন না যাতে পরিস্থিতি আরও খারাপ হয়।’ স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে কেন চিন অকারণে এর মধ্যে নাক গলাচ্ছে!
{ads}