header banner

China : চিন ইটের বদলে পাটকেল ছুঁড়ে মেরেছে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আধুনিক যুগে আর শুধুই 'অস্ত্র' নিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ শুরু হয়েছে 'অর্থ' নিয়ে। ট্রাম্প (donald trump) মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবার চিন সরাসরি অর্থনৈতিক যুদ্ধে নেমে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কানাডা, মেক্সিকো ও চিনের উপরে শুল্ক চাপাতেই, পাল্টা জবাবে চিনও বড় পদক্ষেপ করল। চিন (China) এবার সোজা হাতে ব্যাট চালাচ্ছে।

{link}

সোজা আমেরিকাকে পাতে মারার ছক! সয়াবিন, গম, মাংস ও তুলোয় চ়ড়া শুল্ক বসাল চিন। মোট ২১ বিলিয়ন ডলারের আমদানি শুল্ক বসাতে চলেছে বেজিং (Beijing)। তবে এখানেই থামেনি তারা। আমেরিকার তিনটি ফার্ম থেকে সয়াবিন আমদানির লাইসেন্স বাতিল করে দিয়েছে চিন। পাশাপাশি আমেরিকা থেকে কাঠ আমদানিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে বিশ্ব অর্থনীতিতে। নাড়া পরে যাবে বিশ্ব বাজারে। ট্রাম্প চিনের দ্রব্যের উপরে ১০ এর জায়গায় ২০ শতাংশ শুল্ক চাপিয়েছে। চিন ইটের বদলে পাটকেল ছুঁড়ে মেরেছে। চিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের উপরে শুল্ক বসালে, তারাও হাত গুটিয়ে থাকবে না।

{link}

প্রসঙ্গত, আমেরিকায় উৎপাদিত সয়াবিনের প্রায় অর্ধেক পরিমাণই চিনে রফতানি হয়। ২০২৪ সালেই ১২.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল। চিনের এই সিদ্ধান্তে আমেরিকা বড় বিপদে পড়বে। অন্যদিকে, ট্রাম্প ১ মার্চই আমদানি করা কাঠের উপরে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তখন বলেছিলেন যে কাঠের উপরে ২৫ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করছেন। এরপরই চিন কাঠ আমদানি বন্ধ করে দিল। সবটা মিলিয়ে অস্ত্রের যুদ্ধ না হলেও অর্থের যুদ্ধ যে শুরু হয়ে গেছে তাতে সন্দেহ নেই।

{ads}

News Breaking News Donald trump China সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article