header banner

Belgium : বেলজিয়ামে চিনা দম্পতির নুডলস ভাইরাল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবাক হওয়ার মতোই ঘটনা ঘটিয়েছেন বেলজিয়ামের এক চিনা দম্পতি। তাঁদের তৈরি চংকিং-স্টাইলের মটর নুডলস (Noodles) সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এরপর থেকেই ওই দম্পত্তির (couple) প্রত্যেকদিন রোজগার ১,২০০ মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় চিনা ওই দম্পত্তির রোজগার ১০৫,৩৮৮ টাকা।

{link}

জিয়াংসু প্রদেশ থেকে পিএইচডি স্নাতক করেন ৩৭ বছর বয়সী ডিং। বেলজিয়ামে (Belgium) বিশেষ একটি বিষয়ে গবেষণা করতে গিয়েছিলেন। সম্প্রতি সেই গবেষণা শেষ হয়েছে ডিংয়ের। রিসার্চ পেপারও জমা দিয়েছেন। কিন্তু রিসার্চ করলেই তো হবে না! সংসার চালাতে প্রয়োজন অর্থের।

{link}

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৫ সালে ডিং এবং তাঁর স্ত্রী ওয়াং বেলজিয়ামেই স্থায়ীভাবে থাকতে শুরু করেন। আর সেখানে থাকতে প্রয়োজন টাকার। রিসার্চের মাঝে কাজের সন্ধান করতে শুরু করেন তাঁরা। সেখানেই একটি চাউমিনের স্টলও খোলেন ওই চিনা দম্পতি।

{ads}

 

News Breaking News Noodles Belgium সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article