header banner

Bangladesh: আদালতে পেশ চিন্ময় কৃষ্ণ দাসকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত রবিবার আমেরিকার হিন্দুরা প্রতিবাদ মিছিল বের করেছিলেন কানাডা ও বাংলাদেশে (Canada and Bangladesh) হিন্দুদের উপর অত্যাচার নিয়ে। আর তার পরেই বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের ইস্কনের এক সাধু চিন্ময় কৃষ্ণ প্রভুকে (Chinmay Prabhu)। বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় গত ২৫ নভেম্বর। আজ তাঁকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল।

{link}

এদিকে জানা গিয়েছে, চিন্ময় প্রভুর হয়ে আজ চট্টগ্রামের জেলা আদলাতে ৫১ জন আইনজীবী সওয়াল করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের' ব্যানারে আন্দোলন করছে। সেই জোটের মুখপাত্র করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। প্রশ্ন উঠেছে, এভাবে ধর্ম রক্ষার জন্য কোনো গণতান্ত্রিক আন্দোলনের কন্ঠরোধ কিভাবে করে বাংলাদেশ সরকার!

{link}

পুলিশের অভিযোগ, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুও। সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন। এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। গত ৩০ অক্টোবর চিন্ময় দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা। এখন দেখার এই বিষয়ে আদালত কি করেন! ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে।

{ads}

News Breaking News US Canada and Bangladesh Chinmay Prabhu Arrested সংবাদ

Last Updated :