header banner

Bangladesh : জেলে গুরুতর অসুস্থ চিন্ময় মহারাজ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের আইন ও বিচার এখন পাকিস্তানপন্থী মৌলবাদীদের হাতে। সেই কারণেই বিনা বিচারে ইসকনের সন্ন্যাসী চিন্ময় মহারাজকে (Chinmoy Krishna Das) এক মাসের বেশি সময় ধরে জেলে জীবন কাটাতে হচ্ছে। গুরুতর অসুস্থ বাংলাদেশে (Bangladesh) কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

{link}

সূত্রের খবর, তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এই অভিযোগে সরব হয়ে উঠেছে সেখানকার হিন্দু সংগঠনগুলি। আগামী ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। তার আগে অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল। ২ জানুয়ারির দিকে তাকিয়ে আছে সমস্ত হিন্দু সমাজ। চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় ইসকনের তরফে নতুন বছরের শুরুর দিনই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি মন্দির কর্তৃপক্ষের কাছে ওইদিন প্রার্থনাসভার জন্য আবেদন করেছে ইসকন। 

{link}

প্রায় দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি বাংলাদেশে অত্যাচারিত হিন্দু সমাজের প্রতিবাদী মুখ ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করেছে ইউনুস সরকার। চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়েছে তাঁকে। মেলেনি জামিন। আইনজীবীরা বারবার হুমকি, আক্রমণের মুখে পড়ে মনোবল কিছুটা হারিয়েছেন। তবুও বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চিন্ময় মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

{ads}

News Breaking News Chinmoy Krishna Das Bangladesh Arrested সংবাদ

Last Updated :