header banner

Operation Mahadev : পাকিস্তানে তৈরি চকলেট-মোড়ক উদ্ধার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি অপারেশন মহাদেবের (Operation Mahadev) অধীনে তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছিল ভারত। আর আজ অপারেশন শিবশক্তির অধীনে ২ পাক অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করল সেনা। জানা গিয়েছে, আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এনকাউন্টার শুরু হয়েছিল সেনা এবং অনুপ্রবেশকারীদের।

{link}

সেই এনকাউন্টারেই ২ জঙ্গি খতম হয়। এই জঙ্গিদের কাছ থেকে ৩টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সংসদকে জানিয়েছেন, সোমবার অপারেশন মহাদেবের হামলায় পহেলগাঁওয়ের তিন জঙ্গি সুলেমান, আফগান ও জিবরানের মৃত্যু হয়েছে। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এই অপারেশন মহাদেবে নিহত জঙ্গিদের কাছ থেকে বাজেয়াপ্ত ভোটার কার্ড, চকলেটের মোড়ক পাকিস্তানে তৈরি। সূত্রের খবর, এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগেই।

{link}

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সুলেমান শাহ আগে পাকিস্তান সেনাবাহিনীর এলিট ইউনিটের কমান্ডো ছিল। পরে সে হাফিজ সইদের দল লস্কর-ই-তৈবায় যোগ দেয়। জানা যায়, কিছুদিন আগে জঙ্গিরা টি৮২ আল্ট্রাস্যাট কমিউনিকেশন ডিভাইস সক্রিয় করেছিল। এটি এক ধরণের স্যাটেলাইট ফোন। পহেলগাঁও হামলার সময় সন্ত্রাসবাদীরা এই স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল। এই যন্ত্র দিয়েই জঙ্গিদের সম্পর্কে জানতে পেরেছে সেনা।

{ads}

 

News Breaking News Operation Mahadev Amit Shah সংবাদ

Last Updated :